Advertisement

খেলা

Sania Mirza: 'আমি থরথর করে কাঁপতাম...' সানিয়াকে কীভাবে অত্যাচার করত পাকিস্তানি শোয়েব, সব বললেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Nov 2025,
  • Updated 10:39 AM IST
  • 1/6

বিবাহ বিচ্ছেদ নিয়ে ফের বিস্ফোরক ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা। কীভাবে নিজের সন্তানকে নিয়ে কঠিন সময় কাটিয়ে উঠেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান সানিয়া। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নেটিজেনদের ট্রোলের মুখেও পড়তে হয় প্রাক্তন টেনিস তারকাকে।
 

  • 2/6

সানিয়ার নতুন ইউটিউব টক শো "সার্ভিং ইট আপ উইথ সানিয়া"-র প্রথম পর্বে খোলাখুলি একথা জানান সানিয়া। শো'তে পরিচালক তথা কোরিওগ্রাফার ফারাহ খান প্রথম দিন অতিথি হিসেবে আসেন। দু'জনের কথোপকথনে তিনি জানান, কীভাবে কঠিন সময়ে পাশে দাঁড়ান ফারাহ।
 

  • 3/6

সানিয়া বলেন, "আমি ক্যামেরার সামনে এটা বলতে চাই না। কিন্তু একটা সময় ছিল যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন তুমি (ফারাহ খান) আমার সেটে এসেছিলে। এর পরে আমাকে একটা লাইভ শোতে যেতে হয়েছিল। আমি কাঁপছিলাম, তুমি যদি ওখানে না আসতে, তাহলে আমি শো করতে পারতাম না। তুমি আমাকে বলেছিলে, 'যাই হয়ে যাক না কেন, শো'টা তোমায় করতে হবে।"
 

  • 4/6

সানিয়ার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন ফারাহ। সেই দিনের কথা স্মরণ করে ফারাহ বলেন, "আমি খুব ভয় পেয়েছিলাম। সেদিন আমারও শুটিং ছিল। কিন্তু আমি সবকিছু ছেড়ে পাজামা আর চপ্পল পরে ওখানে পৌঁছে গিয়েছিলাম।" ফারাহ এও বলেন, সব ছেড়ে শুধু সানিয়ার পাশে থাকতে চেয়েছিলেন তিনি।
 

  • 5/6

শো'তে ফারাহ সানিয়াকে 'সিঙ্গেল প্যারেন্ট' হয়ে যেভাবে দৃঢ়তা এবং সদয়ভাবে নিজের দায়িত্ন পালন করছেন তার প্রশংসা করেন। তিনি বলেন, "একা হাতে সন্তানকে মানুষ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সন্তানকে মানুষ করতে হবে। তাকে সময় দিতে হবে। এতে দ্বিগুণ পরিশ্রম লাগে, আর তুমি খুব সুন্দরভাবে এটা করছ।"
 

  • 6/6

সানিয়া ২০১০ সালের এপ্রিল মাসে শোয়েব মালিককে বিয়ে করেন। তাঁদের পুত্র সন্তান ইজহান মির্জা মালিকের জন্ম ২০১৮ সালে। ২০২৪ সালের জানুয়ারিতে, শোয়েব পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ের কথা ঘোষণা করেন। সানিয়ার পরিবার পরবর্তীতে এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে। তাঁর বোন আনাম মির্জা জানিয়েছিলেন, সানিয়ার বিচ্ছেদের কথা।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement