Advertisement

খেলা

Kolkata Derby: মোহনবাগানের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র ইস্টবেঙ্গলের, ইয়ুথ ডার্বিও নিষ্ফলা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2025,
  • Updated 2:13 PM IST
  • 1/8

AIFF ইয়ুথ লিগের ডার্বি শেষ হল ১-১ গোলে। মোহনবাগান মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পরে সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়েন্ট।

  • 2/8

এক সপ্তাহ আগেও এই ডার্বি 0-0 গোলে শেষ হয়। আর সোমবার গোল হলেও, ফল হল না। হতাশ ক্রীড়াপ্রেমীরা। 

  • 3/8

এদিন শুরু থেকে আক্রমণে ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে অন্তত ৩টে সহজ সুযোগ নষ্ট করেন লাল-হলুদের ছোটরা। তবে সেখান থেকে গোল আসেনি।

  • 4/8

তবে পেনাল্টি থেকে প্রথমার্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। একেবারে শেষ লগ্নে প্রীতম গাইনের করা গোলে এগিয়ে গিয়েছিল লাল-হলুদ।

  • 5/8

৫৮ মিনিটে প্রেম হাসডাক মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে সেই গোল শোধ করেন।

  • 6/8

এরপর আর গোল আসেনি। খেলার মানও যে খুব ভাল ছিল তা বলা যাবে না। ফলে সব মিলিয়ে বেশ হতাশ ফ্যানরা।

  • 7/8

মাঝেমধ্যে দুই দলই আক্রমণে উঠে এলেও, গোলমুখ খোলার মত কোনও পরিস্থিতি তৈরি করতে পারেনি কোনও দলই।

  • 8/8

ফলে মাঝমাঠ দখলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকে ম্যাচ। সিনিয়র দলের পাশাপাশি ইস্টবেঙ্গলের জুনিয়র দলও ক্রমশ ধারাবাহিকতা ব্জায় রেখে খেলে যাওয়ায় খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement