Advertisement

Lionel Messi: সাসপেন্ড মেসি, ক্লাবের নির্দেশ না-মেনেই সৌদি সফরের শাস্তি

ক্লাবের বারণ সত্ত্বেও সৌদি আরব সফরে যাওয়ায় বড় শাস্তির মুখে লিওনেল মেসি (Lionel Messi)। তাঁকে সাসপেন্ড করে দিল পিএসজি (PSG)। এর জেরে আলোড়ন পড়ে গিয়েছে বিশ্ব ফুটবলে। দুই সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে মেসিকে। 

লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2023,
  • अपडेटेड 8:46 AM IST
  • এবার কি বার্সেলোনায় মেসি?
  • কতদিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে?
  • আল হিলালের সঙ্গে চুক্তি হচ্ছে মেসির?

ক্লাবের বারণ সত্ত্বেও সৌদি আরব সফরে যাওয়ায় বড় শাস্তির মুখে লিওনেল মেসি (Lionel Messi)। তাঁকে সাসপেন্ড করে দিল পিএসজি (PSG)। এর জেরে আলোড়ন পড়ে গিয়েছে বিশ্ব ফুটবলে। দুই সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে মেসিকে। 

এবার কি বার্সেলোনায় মেসি?

পিএসজি কোচ ক্রিস্টোফার গাইতিয়ে নিজেই ক্লাব কর্তাদের কাছে মেসির বিরুদ্ধে ক্লাবের নির্দেশ ভাঙার অভিযোগ জানান। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, কঠোর শাস্তি দেওয়া হবে মেসিকে। সেই মতোই, সৌদি আরব থেকে ফেরার পর, দলের প্রস্তুতিতে তাঁকে আসতে বারণ করে দেন পিএসজি কর্তারা। এমনিতেই মেসির বার্সেলোনা ফিরে যাওয়া নিয়ে নানা গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। এই ঘটনার পর কি সেই জল্পনা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিছুদিন আগেই মেসিকে বার্সেলোনায়ও দেখা গিয়েছিল, পুরনো সতীর্থদের সঙ্গে ডিনার করতে।

আরও পড়ুন: LM10-এর ৭০০ গোলের ইতিহাস, মাঝরাতে মেসি-এমবাপে 'ম্যাজিক'

কতদিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে?

মেসিকে এখন ফ্রেঞ্চ লিগে আগামী দুটি ম্যাচে মাঠের বাইরে বসে খেলা দেখতে হবে।কাতার বিশ্বকাপ ফুটবলে খেতাব জেতা আর্জেন্টিনা দলের অধিনায়ক সম্প্রতি আরবে গিয়েছেন। তিনি আরবের পর্যটন বিভাগের হয়ে প্রচার করতে সে দেশে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। যদিও, পিএসজি কর্তারা এই ঘটনায় একেবারে খুশি হতে পারেননি। সেই জন্যই এত বড় শাস্তির মুখে পড়তে হল বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ফুটবলারকে।

আল হিলালের সঙ্গে চুক্তি হচ্ছে মেসির?


মেসি তাঁর গোটা পরিবার নিয়ে আরবে গিয়েছিলেন। সেই ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সমস্ত ছবি। মনে করা হচ্ছে মেসি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন। সেই বিষয়েও কথা বলতে গিয়েছেন। আর সেই জন্যই তাঁকে আরবে যেতে বারণ করেছিলেন পিএসজি কর্তারা। যে ভাবেই হোক মেসিকে নিজেদের ক্লাবে রেখে দিতে চায় পিএসজি। যদিও এই বছরের জুন মাসেই পিএসজি-র সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। নতুন করে চুক্তি নবীকরণ না হওয়ায় মেসি কন ক্লাবে যান সেটাই এখন দেখার।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement