এ কী হাল চেন্নাই সুপার কিংসের! কথায় আছে, ক্যাচ মিস করলে নাকি ম্যাচটাও হাতের বাইরে বেরিয়ে যায়। আজ তারই প্রত্যক্ষ প্রমান দেখতে পাওয়া গেল। ১৮৮ রান নিয়েও ম্যাচ জিততে পারল না চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ব্যাটিং করলেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। আজ এই দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেছেন। ফলাফল যা হওয়ার তাই হল। আইপিএল ২০২১-র দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস।
আজকের রাতটা একেবারেই ছিল না মহেন্দ্র সিং ধোনির। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত মরশুমে চেন্নাই সুপার কিংস একেবারে ব্যর্থ হয়েছিল। আজ প্রথম ম্যাচে এই দলটা যেভাবে পারফর্ম করল তাতে গত মরশুমের তুলনায় ফিল্ডিংয়ে একটুও উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না। দলের বোলিং ইউনিট নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। দলে একজন ভালো পেসার দরকার।
যাইহোক আজ দিল্লির ব্যাটিং নিয়ে আলোচনা করা যাক। শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান। মাত্র ২৮ বলে প্রথম উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ২৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন পৃথ্বী শ এবং ৩৫ বলে শিখর ধাওয়ান। এই দুই ব্যাটসম্য়ানের মধ্যে ৬১ বলে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। অবশেষে ফিরে যেতে হচ্ছে পৃথ্বী শ"কে। আজ তিনি ৩৮ বলে ৭২ রান করেন। দুটো ক্যাচে জীবনদান পেলেও, তৃতীয়বার হাত ছাড়া করলেন না মইন আলি। ব্রাভোর বল শটটা মারতে গিয়ে কিছুটা নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। সেকারণে শটটা বাউন্ডারি টপকালো না। পৃথ্বী আজ ৯টা বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১৮৯.৪৭।
তবে অধিনায়ক ঋষভ পান্থের সঙ্গে নিজের ব্যাটিং চালিয়ে যান শিখর। অল্পের জন্য শতরান আজ হাতছাড়া করলেন শিখর ধাওয়ান। আজ তিনি ৫৪ বলে ৮৫ রান করে ফিরে গেলেন। ১০টি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫৭.৪। ১৬.৩ ওভারে শার্দূল ঠাকুরের বলে LBW হয়ে তাঁকে ফিরতে হয়। এরপর ম্যাচে আর তেমন কোনও প্রাণ ছিল না। কোনদিকে ম্যাচ এগোচ্ছে, সেটা সকলেই বুঝতে পারছিলেন। একেবারে শেষবেলায় ১৮.৩ ওভারে শার্দূল ঠাকুরের বলে স্যাম কারেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মার্কাস স্টোয়েনিস। ৯ বলে তিনি ১৪ রান করলেন। অবশেষে ঋষভের ব্যাটে এল উইনিংস স্ট্রোক। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জয় করলেন ঋষভ পান্থ। তাও আবার মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে!
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পান্থ। তিনি বলেছিলেন, "উইকেটটা নিচের দিকে একটু নরম আছে। আমাদের দলে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মেলবন্ধন রয়েছে। প্রথম ম্যাচটা মাহি ভাইয়ের বিরুদ্ধে খেলতে পেরে ভালো লাগছে। দলের চার বিদেশি ক্রিকেটার হলেন স্টোয়েনিস, হেটমায়ার, ওকস এবং টম কারেন। আমরা দিল্লিতে খেলছি না, তাই কিছুটা স্বস্তিতে রয়েছি।"
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৮০-র ওপর রান তুলে ফেলতে পারলেই যথেষ্ট স্বস্তিতে থাকতে পারা যায়। আজ চেন্নাই সুপার কিংস ছ'উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। পাওয়ার প্লে চলাকালীন যেখানে ৩৩ রানে জোড়া উইকেটের পতন হয়েছিল, সেই জায়াগায় এটা অবশ্যই একটা বড় স্কোর। তবে এর পিছনে সুরেশ রায়নার একটা অসাধারণ ভূমিকা রয়েছে। রায়না আজ ৩৬ বলে ৫৪ রান করেন। তবে যেভাবে আজ দিল্লি ক্যাপিটালস ব্যাট করল, তার জন্য কোনও প্রশংসাই যেন যথেষ্ট নয়।
আরও পড়ুন :
রায়নার হাফসেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে ধোনি ব্রিগেড, দিল্লিকে জিততে ১৮৯ রান করতে হবে