Advertisement

খেলা

ধোনির কাছে 'ডাবল' ঝটকা, ম্যাচ হারার পাশাপাশি দিতে হল জরিমানাও!

Aajtak Bangla
  • 11 Apr 2021,
  • Updated 2:07 PM IST
  • 1/6

চলতি আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচটা একেবারে যাচ্ছেতাইভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস। একদিকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট গর্জন করতে পারেনি, অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ হারতে হয়েছে।

  • 2/6

শুধু তাই নয়, আরও একটা ঝটকা খেতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। আসলে চেন্নাই সুপার কিংস (CSK) দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপরে ১২ লাখ টাকার জরিমানা ধার্য্য করা হয়েছে। তাঁর দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধীর গতির ওভার করেছে।

  • 3/6

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জরিমানা ধার্য্য করা হয়েছে। কারণ ১০ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর দল ধীর গতির ওভার করেছে।"

  • 4/6

এই বিবৃতি অনুসারে, "আইপিএল নিয়ম বিধি অনুসারে চেন্নাই সুপার কিংস দলের বিরুদ্ধে ন্যুনতম ওভার গতি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এটা চলতি মরশুমে দলের প্রথম অপরাধ। সেকারণে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ১২ লাখ টাকার জরিমানা করা হয়েছে।"

  • 5/6

ঋষভ পান্থের দিল্লি ক্যাপিটালস শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। সেইসঙ্গে তারা টুর্নামেন্টের প্রথম জয়টাও ছিনিয়ে এনেছে।

  • 6/6

আইপিএল টুর্নামেন্টে প্রত্যাবর্তন করেই সুরেশ রায়না ৩৬ বলে ৫৪ রান করেছেন। শেষ কয়েকটা ওভারে স্যাম কারেন আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। সেই দৌলতেই চেন্নাই নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৮ রান করেছে। জবাবে দিল্লি মাত্র তিন উইকেট হারিয়ে আট বল বাকি থাকতেই এই লক্ষ্য হাসিল করে নেয়।

Advertisement
Advertisement