Advertisement

Ricky Ponting: হঠাত্‍ অসুস্থ রিকি পন্টিং, ভর্তি করা হল হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রিকি পন্টিং (Ricky Ponting)। অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (Australia vs West Indies) ম্যাচের ধারাভাষ্য দিতে দিতেই আচমকা অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিকি পন্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2022,
  • अपडेटेड 3:59 PM IST
  • ম্যাচের মাঝেই অসুস্থ পন্টিং
  • ভর্তি হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রিকি পন্টিং (Ricky Ponting)। অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (Australia vs West Indies) ম্যাচের ধারাভাষ্য দিতে দিতেই আচমকা অসুস্থ হয়ে পড়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন 

জানা গিয়েছে বুকে ব্যথাও অনুভব করছিলেন তিনি। পার্থের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই ম্যাচে কমেন্ট্রি বক্সে আর দেখা যাবে না পন্টিংকে।

আরও পড়ুন: ডিসেম্বরেই IPL-র মিনি অকশন, নিলামে উঠবে ৯৯১ প্লেয়ার 

আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের তৃতীয় দিনে এমন ঘটনা ঘটে। রিকি পন্টিং, একজন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক, ১৯৯৫ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। টেস্টে ১৩৩৭৮ এয়ান রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে করেছেন ১৩৭০৪ রান। আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা হিসেবে ধরা হয় তাঁকে।

আরও পড়ুন: রোনাল্ডো খেলবেন সৌদির ক্লাবে? অফার প্রাইস শুনলে চোখ কপালে উঠবে

পন্টিং, ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত ৭৭টি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে ৪৮টি ম্যাচে জয় পায় অজিরা। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচের দায়িত্ব পালন করছেন পন্টিং।

 .   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement