বড় বিপদের হাত থেকে বাঁচলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শেষ মুহূর্তে কোনওরকমে নিজেকে বাঁচান সিআর সেভেন। সৌদি ইগে আল তাউনের বিরুদ্ধে খেলতে নামার আগে ঘটনাটি ঘটে। যা থেকে বড় সমস্যায় পড়তে হতে পারত রোনাল্ডোকে।
কী ঘটেছিল?
ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন আল নাসেরের(Al Nassr) ফুটবলাররা। প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মাঠে ঢুকে পড়ে এক সমর্থক। সোজা রোনাল্ডো কাছে গিয়ে পড়েন সেই সমর্থক। ঠিক সময় সরে গিয়ে নিজেকে বাঁচান আল নাসের তারকা। ফলে ধাক্কা লাগেনি। ধাক্কা লাগলে পড়ে যেতে পারতেন রোনাল্ডো। ম্যাচের আগে চোট লাগতে পারত তাঁর।
আরও পড়ুন: রোনাল্ডোর সঙ্গে ব্রেক-আপের জের, একরাতেই কয়েকশো কোটি খুইয়েছিলেন মডেল
সঙ্গে সঙ্গেই দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। সমর্থককে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নানা ধরনের মন্তব্য করতে থাকেন ফ্যানরা। কেউ কেউ রোনাল্ডোকে সাবধানে থাকার পরামর্শ দেন। অনেকে আবার এর মাঝে চক্রান্তের গন্ধও পাচ্ছেন। তাঁরা বলছেন, যুবক কী ইচ্ছে করেই সি আর সেভেনকে ধাক্কা মারতে গিয়েছিলেন?'
দারুণ ছন্দে রোনাল্ডো
যদিও ম্যাচে নেমে দারুণ খেলেছেন রোনাল্ডো। ম্য্যাচের সেরা তিনিই। গোল করতে না পারলেও গোল করালেন তিনি। ২-১ গোলে জয়ের প্রথম গোলটাতেই অ্যাসিস্ট সিআর সেভেনের। তাঁর পাস থেকেই গোল আব্দুলরহমান ঘারির।
আল নাসেরে বেশ ভাল ফর্মে রয়েছেন রোনাল্ডো। সৌদি আরবে এসে শুরুতেই লিওনেল মেসির পিএসজির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নেমে দুই গোল করেছিলেন পর্তুগিজ তারকা।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে নেই তারকা ডিফেন্ডার, সমস্যায় মোহনবাগান
আল ওয়েদার বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করে দলকে চার গোল জেতান রোনাল্ডো। আল ফাতেহ এফসির বিরুদ্ধে রোনাল্ডোর শেষ মুহূর্তের করা গোলে কোনওমতে ম্যাচ ড্র করে আল নাসের। ৯৩ মিনিটে গোল করেন তিনি। ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচ। ক্রিশ্চিয়ান তেয়োর গোলে এগিয়ে যায় আল ফাতেহ। তালিস্কা সেই গোল শোধ করলেও ফের এগিয়ে যায় তারা। ৯৩ মিনিটে গোল করে সমতা ফেরান রোনাল্ডো।