Advertisement

DC vs PBKS, IPL 2022: DC-র বিরুদ্ধে ফিরতে পারেন মায়াঙ্ক, কাদের নেবেন ফ্যান্টাসি টিমে?

দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হওয়ার পর দিল্লি ক্যাপিটালস দলকে মুম্বইতেই থাকতে হয়েছে। এমতাবস্থায় ম্যাচটি পুনের পরিবর্তে মুম্বইয়ের সিসিআই স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। করোনা হওয়ার পর ম্যাচে কী ধরনের পরিবর্তন আসে সেটাই দেখতে হবে। 

ঋষভ পন্ত ও মায়াঙ্ক আগারওয়াল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2022,
  • अपडेटेड 5:34 PM IST
  • ফিরতে পারেন মায়াঙ্ক
  • DC দলে নেই স্টোয়নিশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) 20 এপ্রিল, দিল্লি ক্যাপিটালস (DC) এবং পাঞ্জাব কিংস (PBKS) এর মধ্যে একটি ম্যাচ রয়েছে৷ আইপিএলে করোনা আতঙ্কের মধ্যেই এই এই ম্যাচ হচ্ছে। দিল্লি ক্যাপিটালসেই করোনার পাঁচটি কেস পাওয়া গেছে, তাই এই ঘটনার পর এই প্রথম দল মাঠে নামবে। 

দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হওয়ার পর দিল্লি ক্যাপিটালস দলকে মুম্বইতেই থাকতে হয়েছে। এমতাবস্থায় ম্যাচটি পুনের পরিবর্তে মুম্বইয়ের সিসিআই স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। করোনা হওয়ার পর ম্যাচে কী ধরনের পরিবর্তন আসে সেটাই দেখতে হবে। 

মাঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হবে? বা বায়ো-বাবলের কঠোরতা বাড়ানো হবে। তা ঠিক করবে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। দিল্লি ক্যাপিটালসের দলে মিচেল মার্শের প্রবেশ এখনও করা যায়নি, কারণ তাকে কোভিড পজিটিভ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে পাঞ্জাবের বিপক্ষে প্লেয়িং-১১ কী হতে পারে তা দেখে নেওয়া যাক...

এই দিল্লির প্লেয়িং-১১ হতে পারে: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, টিম সেফার্ট, ঋষভ পান্ত, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ 

এটি হতে পারে পাঞ্জাবের প্লেয়িং-11: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল/প্রভসিমরান সিং, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান, ওডিয়ান স্মিথ, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব অরোরা, আরশদীপ সিং 

(আনফিট মায়াঙ্ক আগরওয়াল গত ম্যাচে খেলেননি, এই ম্যাচে ফিরতে পারেন) 

আরও পড়ুন: COVID হানা IPL 2022-তে, DC-র আরও এক প্লেয়ার আক্রান্ত

আরও পড়ুন: ১০০ ইনিংসে সেঞ্চুরি নেই বিরাটের, রবি শাস্ত্রী বললেন...

সেরা ফ্যান্টাসি একাদশ: শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, লিয়াম লিভিংস্টোন (অধিনায়ক), ঋষভ পান্ত, জিতেশ শর্মা, শাহরুখ খান, কুলদীপ যাদব (সহ-অধিনায়ক), কাগিসো রাবাদা, মুস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেল, ওডিয়ান স্মিথ
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement