Advertisement

India vs Pakistan: ভারত VS পাকিস্তান সিরিজ ইংল্যান্ডে হবে? BCCI জানাল...

বিসিসিআই ও পিসিবি কোনও পক্ষই এই সিরিজের ব্যাপারে সম্মতি জানায়নি। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রস্তাব এসেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের।

রোহিত শর্মা ও বাবর আজম রোহিত শর্মা ও বাবর আজম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Sep 2022,
  • अपडेटेड 10:55 AM IST
  • ৩ ম্যাচের সিরিজ করার প্রস্তাব
  • প্রস্তাব দিল ECB

ভারত পাকিস্তান (India vs Pakistan) টেস্ট সিরিজ! অবিশ্বাস্য মনে হলেও এমন প্রস্তাবই পাওয়া গিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) পক্ষ থেকে। যদিও এই মুহূর্তে এই সিরিজের ভবিষ্যৎ কি তা এখনও ঠিক হয়নি। কারণ বিসিসিআই ও পিসিবি কোনও পক্ষই এই সিরিজের ব্যাপারে সম্মতি জানায়নি। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রস্তাব এসেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের।

আসলে ভারত পাকিস্তান ম্যাচ মানে চূড়ান্ত উন্মাদনা। আর সেই উন্মাদনা উপর ভর করেই মুনাফা করে নিতে চাইছে ইসিবি। তবে সূত্রের খবর, পৃথিবীর এই প্রস্তাবে রাজি নয় ভারতের ক্রিকেট বোর্ড (BCCI)। নাম প্রকাশের অনিচ্ছুক এক বোর্ড কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ''প্রথমত ভারত-পাক সিরিজ নিয়ে ইসিবি, পিসিবির সঙ্গে কথা বলেছে. যেটা একেবারেই অদ্ভুত. আর তার চেয়েও বড় কথা, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার সিদ্ধান্ত বিসিসিআই নয়, সরকার নেবে। এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র বহুদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারত।''

আরও পড়ুন

ভারত এবং পাকিস্তান ২০১২ সালের শেষ বার একে অপরের বিরুদ্ধে সিরিজ খেলেছিল। সেটাও ছিল সীমিত ওভারের সিরিজ। দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ হয় ২০০৭ সালে।

ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফ ইসিবির দেওয়া এই প্রস্তাবের কারণ জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে এই ম্যাচগুলিতে প্রচুর দর্শক আসবেন। কারণ ভারত ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রচুর মানুষ ইংল্যান্ডে বসবাস করেন। এছাড়া ম্যাচগুলি থেকে বিপুল পরিমাণ স্পনসশিপ ও পেয়ে যাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আবার টেলিভিশনের প্রচুর দর্শক চোখ রাখবেন এই ম্যাচের দিকে। ফলে টেলিভিশন থেকেও প্রচুর আয় হবে ইসিবি-র। বিসিসিআই এর মতোই পিসিবিও  এই প্রস্তাবে সায় দেয়নি। তবে ইসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রামিজ রাজার বোর্ড। 

Advertisement

আসলে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে এর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। দুই দেশের বাইশ গজের লড়াই দেখার জন্য তাই এশিয়া কাপ বা আইসিসি বিশ্বকাপের দিকেই তাকিয়ে থাকতে হবে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।  

Read more!
Advertisement
Advertisement