২০১১ সালে আজকের দিনেই দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারতিয় দল (Team India)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে (ICC World Cup 2011) জয় পায় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ভারতীয় দল। ধোনির সেই শেষ ছয় আজও মনে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ১২ বছর পর সেই স্মৃতি ফের উসকে দিল আইসিসি (ICC)। আর ভারতীয় ক্রিকেটের সাফল্যের দিনেই আগামী বিশ্বকাপের লোগো প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এ দিন ২০২৩ একদিনের বিশ্বকাপের লোগো প্রকাশ করে আইসিসি।
অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর তারই প্রচার এদিন শুরু করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় আইসিসি লিখেছে, 'মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ঠিক ১২ বছর আগে। ২০২৩ সালের প্রতিযোগিতার লোগো উদ্বোধনের জন্য সেই দিনটিকেই তাই বেছে নেওয়া হল।' প্রকাশ করা হয় ২০২৩ বিশ্বকাপের লোগো।
আরও পড়ুন: প্রথম ওভারেই রোহিতের উইকেট, MI-এর চাপ বাড়ালেন বাংলার পেসার
সূত্রের খবর, আগামি ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবারের একদিনের বিশ্বকাপ।ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। দেশের মোট ১২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। মোট ৪৮টি ম্যাচ হবে বিশ্বকাপে।
আরও পড়ুন:IPL-এর মাঝেই ব্যাট হাতে সুনীল, কভার ড্রাইভ-পুলে মাতালেন ফ্যানদের
এদিকে ২০১১ বিশ্বকাপ জয়ের দিনটি ১২ বছর পর আবারও ফিরিয়ে আনল আইসিসি। চেন্নাই সুপার কিংস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে, যেখানে নেট সেশনে ধোনি লং অনের উপর দিয়ে ছয় মারেন। আর সেই শটটি মনে করিয়ে দেয়, ২০১১ সালের আইকনিক ছক্কার কথা। আর এই ভিডিওর ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, 'যখন নস্টালজিয়া তাড়া করে।' ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। ধোনি ভক্ত থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা সকলেই শেয়ার করছেন এই ভিডিও।