Advertisement

India vs England, 3rd ODI: সিরিজ জিতে শ্যাম্পেনের ফোয়ারা, টিম ইন্ডিয়ার সেলিব্রেশন VIDEO

ম্যাচ জেতার পরেই ট্রফি হাতে সেলিব্রেশনে মেতে ওঠেন ভারতীয় দলের ফুটবলাররা। ক্যাপ্টেন রোহিত শর্মাকে শ্যাম্পেনে ভিজিয়ে দেন তাঁর সতীর্থরা। ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়াকে দারুণ মজা করতে দেখা যায়। ভারতীয় দলের সকলকেই শ্যাম্পেনে ভিজিয়ে দেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়ারা। তাদের সেলিব্রেশনের সেই ভিডিও ভাইরাল হয়।

টিম ইন্ডিয়ার সেলিব্রেশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2022,
  • अपडेटेड 10:26 AM IST
  • সেলিব্রেশনের ভিডিও ভাইরাল
  • রোহিতকে শ্যাম্পেনে স্নান করালেন সতীর্থরা

প্রথমবার ইংল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে টি২০ সিরিজ জেতার পর একদিনের সিরিজও জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় ভারতীয় দল। ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। 

ম্যাচ জেতার পরেই ট্রফি হাতে সেলিব্রেশনে মেতে ওঠেন ভারতীয় দলের ফুটবলাররা। ক্যাপ্টেন রোহিত শর্মাকে শ্যাম্পেনে ভিজিয়ে দেন তাঁর সতীর্থরা। ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়াকে দারুণ মজা করতে দেখা যায়। ভারতীয় দলের সকলকেই শ্যাম্পেনে ভিজিয়ে দেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়ারা। তাদের সেলিব্রেশনের সেই ভিডিও ভাইরাল হয়।

আরও পড়ুন: আজ টিম গঠন শুরু ইস্টবেঙ্গলের, চুক্তি-জট কত দূর?

পন্ত ও পান্ডিয়া দুজনেই অধিনায়ক রোহিতের গায়ে শ্যাম্পেন ছুড়ে দেন। এক্ষেত্রে পিছিয়ে নেই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। তিনিও একটা বড় বোতল নিয়ে এসে প্রচণ্ডভাবে শ্যাম্পেন ছুঁড়তে থাকেন। এই শ্যাম্পেনের বোতল প্রথমে খোলেন ওপেনার শিখর ধাওয়ান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

আরও পড়ুন: উড়ন্ত জাদেজা, দু'টি ক্যাচ দেখলে স্তম্ভিত হতে হয়, VIRAL VIDEO

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ড দল ৪৫.৫ ওভারে মাত্র ২৫৯ রান করে। অধিনায়ক জস বাটলার ৮০ বলে ৬০ রানের ইনিংস খেলেন। এটাই ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রান।  টিম ইন্ডিয়ার হয়ে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৪টি ও যুজবেন্দ্র চাহাল ৩টি উইকেট নেন।

আরও পড়ুন; খারাপ ফর্ম অব্যহত বিরাটের, পাশে পেলেন জোকোভিচ, পিটারসনদের

এর পর ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.১ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৬১ রান করে ভারতীয় দল এবং ম্যাচ জিতে নেয়। দলের হয়ে ১১৩ বলে ১২৫ রানের সেঞ্চুরি করেন ঋষভ পন্ত। যেখানে হার্দিক পান্ডিয়া ৫৫ বলে ৭১ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন রিস টপলে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement