Advertisement

নীরজকে হারান অ্যান্ডরসনকে হামলা দুষ্কৃতিদের, ফেলে দেওয়া হল সমুদ্রে

কমনওয়েলথ গেমসের কিছু দিন আগেই নীরজ চোপড়াকে হারিয়ে ওয়ার্ন্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন অ্যান্ডারসন পিটার্স। কমনওয়েলথ গেমসেও অংশ নেন তিনি। জেতেন রুপোর পদক। জোড়া সাফল্যে দেশকে গর্বিত করার পরে গ্রনাডায় ফিরেছিলেন অ্যান্ডারসন। আর দেশে ফিরতেই সংবর্ধনার বদলে তাঁর কপালে জুটল মার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রয়্যাল গ্রেনাডা পুলিশ ফোর্স। তবে তাঁর উপর কেন হামলা হল তা এখনও স্পষ্ট নয়।

অ্যান্ডারসন পিটার্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2022,
  • अपडेटेड 9:34 PM IST
  • হামলার শিকার অ্যান্ডরসন
  • কমনওয়েলথে রুপো জিতেছেন তিনি

দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন (World Champion) জ্যাভেলিন থ্রোয়ার গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। গ্রেনাডায় নিজের দেশেই আক্রান্ত হতে হল অ্যান্ডারসন পিটার্সকে। তাঁকে শুধু মারধরই নয়, ছুঁড়ে ফেলে দেওয়া হল সমুদ্রে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে গ্রনাডা পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে তল্লাশিও। 

নীরজ চোপড়াকে হারিয়েছিলেন অ্যান্ডারসন

কমনওয়েলথ গেমসের কিছু দিন আগেই নীরজ চোপড়াকে হারিয়ে ওয়ার্ন্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন অ্যান্ডারসন পিটার্স। কমনওয়েলথ গেমসেও অংশ নেন তিনি। জেতেন রুপোর পদক। জোড়া সাফল্যে দেশকে গর্বিত করার পরে গ্রনাডায় ফিরেছিলেন অ্যান্ডারসন। আর দেশে ফিরতেই সংবর্ধনার বদলে তাঁর কপালে জুটল মার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রয়্যাল গ্রেনাডা পুলিশ ফোর্স। তবে তাঁর উপর কেন হামলা হল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: গোড়ালিতে চোট, বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু

অ্যান্ডারসন পিটার্স

 চিকিৎসাধীন রয়েছেন তিনি

গ্রেনাডা পুলিশ সূত্রে খবর, একটি প্রমোদতরীতে পিটার্সকে সম্মান জানানো হচ্ছিল। সেই সময় হঠাৎই পাঁচ ব্যক্তি তাঁর উপর চড়াও হয়। প্রথমে তারা পিটার্সকে তারা বেধড়ক মারধর করে। তার পরে তাঁকে প্রমোদতরী থেকে সমুদ্রে ছুড়ে ফেলে দেওয়া হয়। জানা যাচ্ছে, প্রমোদতরীর কর্মীরা এরপর পিটার্সকে সমুদ্র থেকে উদ্ধার করেন। হাসপাতালে ভর্তি করান হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, পিটার্সের অবস্থা এখন স্থিতিশীল। হামলার পরেই অভিযুক্তরা প্রমোদতরী ছেড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ৫ বছর আগের দেওয়া কথা রাখলেন ফেডেরার, ফ্যানের জন্য খেললেন ম্যাচ

ভাইরাল অ্যান্ডারসনের উপর হামলার ভিডিও 

২৪ বছর বয়সী অ্যান্ডারসন পিটার্সের উপর হামলার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সেই দৃশ্য। এরপর তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হয়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কমনওয়েলথ গেমসে ৮৮.৬৪ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। যেখানে পাকিস্তানের আরশাদ নাদিম ৯০.১৮ মিটার ছুড়ে সোনা জিতে নেন।

Advertisement

গ্রেনাডা অলিম্পিক্স কমিটি এই হামলার তীব্র নিন্দা করেছে। এই বিষয় তারা একটি বিবৃতিতে জানিয়েছে, "পিটার্সের উপর এই জঘন্য হামলার নিন্দা করছি। আমরা খবর পেয়েছি এখন পিটার্সের অবস্থা স্থিতিশীল। নিজের দেশে পিটার্সকে এই ঘটনার সম্মুখীন হতে হবে, সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি।" 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement