Advertisement

Sourav Ganguly On IPL Auction: IPL-এর মেগা নিলাম নিয়ে বিতর্ক, শাহরুখের উল্টো মেরুতে সৌরভ

আইপিএল-এর (IPL 2025) মেগা নিলাম (Mega Auction 2025) নিয়ে উত্তাল হয়েছিল ফ্র্যাঞ্চেইজি বৈঠক। আইপিএল থেকে নিলাম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্ণধার শাহরুখ খান (Shahrukh Khan)। এমনটাই সূত্রের খবর। তাঁর বিরোধিতাও করেছেন পঞ্জাব কিংস (Punjab Kings) কর্ণধার নেস ওয়াদিয়া (Ness Wadia)। যা নিয়ে নাকি উত্তপ্ত হয়ে উঠেছিল সভাকক্ষ। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) মালকিন কাব্য মারানকেও (Kavya Maran) নাকি পাশে পেয়েছিলেন বলিউড বাদশা। তবে এ ব্যাপারে শাহরুখের উল্টো সুর দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ডিরেক্টর ক্রিকেটের গলায়। ইস্টবেঙ্গলের (East Bengal Day) ১০৫তম প্রতিষ্ঠা দিবসে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়ে দিলেন, 'আইপিএল-এর বিশেষত্বই হল নিলাম, মেগা নিলাম।' 

আইপিএল নিলাম ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2024,
  • अपडेटेड 6:02 AM IST

আইপিএল-এর (IPL 2025) মেগা নিলাম (Mega Auction 2025) নিয়ে উত্তাল হয়েছিল ফ্র্যাঞ্চেইজি বৈঠক। আইপিএল থেকে নিলাম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্ণধার শাহরুখ খান (Shahrukh Khan)। এমনটাই সূত্রের খবর। তাঁর বিরোধিতাও করেছেন পঞ্জাব কিংস (Punjab Kings) কর্ণধার নেস ওয়াদিয়া (Ness Wadia)। যা নিয়ে নাকি উত্তপ্ত হয়ে উঠেছিল সভাকক্ষ। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) মালকিন কাব্য মারানকেও (Kavya Maran) নাকি পাশে পেয়েছিলেন বলিউড বাদশা। তবে এ ব্যাপারে শাহরুখের উল্টো সুর দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ডিরেক্টর ক্রিকেটের গলায়। ইস্টবেঙ্গলের (East Bengal Day) ১০৫তম প্রতিষ্ঠা দিবসে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়ে দিলেন, 'আইপিএল-এর বিশেষত্বই হল নিলাম, মেগা নিলাম।' 

আসলে কলকাতা নাইট রাইডার্স ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৫-এও তাদের কাছে প্রেস্টিজ ফাইট। সেই কারণে নিজেদের আগের দল ধরে রাখতে চাইছে শাহরুখের দল। পাশাপাশি গতবারের ফাইনালিস্ট হায়দরাবাদও দলের খেলায় খুশি। মেগা নিলাম হলে গোটা দলটাই নতুন করে গড়তে হবে। কম্বিনেশন ভেঙে যাবে। সেই কারণেই গতবারের ফাইনাল ওঠা দুই দলই চাইছে এবারে নিলাম না হোক। তবে সৌরভও জানিয়ে দেন। 'দেখা যাক বিসিসিআই (BCCI) কী বলে।' এরপর ব্যক্তিগত মত জিজ্ঞাসা করা সলে ভারতগৌরব বলেন, 'নিলাম তো আইপিএল-এর অঙ্গ। এটা তো হতেই হবে। অঙ্গ তো।' 

গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) কোচ হিসেবে কেমন লাগছে তা এখনও বলার সময় আসেনি বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, 'সবে তো একটা সিরিজ হল। হোপ ফর দ্য বেস্ট।' ইস্টবেঙ্গলের (East Bengal) ভারতগৌরব সম্মান পেয়ে গর্বিত বাংলার মহারাজ। বলেন, 'ইস্টবেঙ্গল-মোহনবাগান প্রতিবারই সম্মান দেয়। ক্লাবের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য, দেশের জন্য আর বাংলার জন্য যারা অবদান রেখে গিয়েছে তাদের জন্য। এই অনুষ্ঠানে মহম্মদ শামিকেও (Mohammed Shami) পুরস্কার দেওয়া হয়েছিল। সৌরভের সঙ্গে কি কথা হয়েছে বাংলার স্পিডস্টারের? মহারাজ জানালেন, 'অনুষ্ঠানে কথা বলার সুযোগ থাকে না। অল্প কথা হয়েছে।' ৫০ ওভারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকলেও, চোটের জন্য ছিটকে যান শামি। গোড়ালির অস্ত্রপচারের পর ভাল আছেন শামি। তা দেখে কিছুটা তৃপ্ত সৌরভ বলেন, 'ওকে দেখে ভাল লাগল, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।'             

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement