ট্রান্সফার মার্কেটে ফের বিরাট চমক দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। পল পোগবার (Paul Pogba) ভাই ফ্লোরেন্তিন পোগবার সঙ্গে আগামী মরশুমের জন্য চুক্তি করে ফেলল তারা। এক বছরের চুক্তিতে ফ্লোরেন্তিন সবুজ-মেরুন ক্লাবে যোগ দিচ্ছেন। পোগবার মত বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা না থাকলেও ইউরোপে দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে ফুটবল খেলছেন ফ্লোরেন্তিন। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্পেনের ক্লাব সেল্টা ভিগোর অ্যাকাডেমির হয়ে নিজের কেরিয়ার শুরু করেন।