Advertisement

বিহার

বিহারের রং 'গেরুয়া'! BJP-র উল্লাস, দেখুন ছবিতে

Aajtak Bangla
  • 11 Nov 2020,
  • Updated 12:31 PM IST
  • 1/11


বিহার ভোটে জোর টক্কর। সকলকে অবাক করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এল বিজেপি। গেরুয়া শিবির এগিয়ে ৭৮ আসনে।
 

  • 2/11

বুধবার ভোর রাত পর্যন্ত ১৯ ঘণ্টার ভোট গণনায় ১২৫ টি সিটে জিতেছে এনডিএ। বিজেপি জিতেছে ৭৪টি আসনে এবং জেডি(ইউ)র দখলে ৪৩টি আসন। 

  • 3/11

অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল (RJD), কংগ্রেস এবং বাম দলগুলির মহাগাঁটবন্ধন ২৪৩ আসনের মধ্যে পেয়েছে ১১০টি আসন।

  • 4/11

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকার নেপথ্যে মোদী ম্যাজিকই দায়ী, এমনটাই মত সমর্থকদের। 

  • 5/11

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী যেসব জায়গাগুলিতে জনসভা করেছেন সেখানে এগিয়ে রয়েছেন প্রার্থীরা। 

  • 6/11

মুজাফ্ফরপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সুরেশ কুমার। পাটনায় একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 

  • 7/11

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৪৩ আসনের বিহার বিধানসভায় অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও জেডিইউ জোটের এনডিএ। বিজেপি এগিয়ে যেতে উচ্ছাসে মাতে দলের সমর্থকেরা। 
 

  • 8/11

কমিশনের এই ট্রেন্ড সামনে আসার পরই বিহারে উচ্ছ্বাস শুরু করে দেন বিজেপি ও জেডিইউ কর্মীরা। অকাল হোলি বিজেপি মহিলা মোর্চার। শাঁখ বাজিয়ে, গেরুয়া আবিরে উদযাপন চলছে।

  • 9/11


পাটনায় বাজি ফাটিয়ে জয় উদযাপন বিজেপি কর্মী-সমর্থকদের। এনডিএ এগোতেই পাটনায় সেলিব্রেশন শুরু বিজেপি কর্মীদের।  
 

  • 10/11

করোনা মহামারির কারণে একাধিক নিয়ম মেনে চলতে হচ্ছে কমিশনকে। সেই কারণে নির্বাচনী ফলাফল সম্পূর্ণভাবে প্রকাশিত হতে মধ্যরাত হবে। 

  • 11/11

জনতা দল-ইউনাইটেডের সমর্থক ও কর্মীরা জেডিইউ অফিসের বাইরে এনডিএ জয়ের উদযাপন শুরু করেছেন। পটকা-বাজি ফাটিয়ে চলছে সেলিব্রেশন। 
 

Advertisement
Advertisement