বিহার ভোটে জোর টক্কর। সকলকে অবাক করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এল বিজেপি। গেরুয়া শিবির এগিয়ে ৭৮ আসনে।
বুধবার ভোর রাত পর্যন্ত ১৯ ঘণ্টার ভোট গণনায় ১২৫ টি সিটে জিতেছে এনডিএ। বিজেপি জিতেছে ৭৪টি আসনে এবং জেডি(ইউ)র দখলে ৪৩টি আসন।
অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল (RJD), কংগ্রেস এবং বাম দলগুলির মহাগাঁটবন্ধন ২৪৩ আসনের মধ্যে পেয়েছে ১১০টি আসন।
বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকার নেপথ্যে মোদী ম্যাজিকই দায়ী, এমনটাই মত সমর্থকদের।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী যেসব জায়গাগুলিতে জনসভা করেছেন সেখানে এগিয়ে রয়েছেন প্রার্থীরা।
মুজাফ্ফরপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সুরেশ কুমার। পাটনায় একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৪৩ আসনের বিহার বিধানসভায় অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও জেডিইউ জোটের এনডিএ। বিজেপি এগিয়ে যেতে উচ্ছাসে মাতে দলের সমর্থকেরা।
কমিশনের এই ট্রেন্ড সামনে আসার পরই বিহারে উচ্ছ্বাস শুরু করে দেন বিজেপি ও জেডিইউ কর্মীরা। অকাল হোলি বিজেপি মহিলা মোর্চার। শাঁখ বাজিয়ে, গেরুয়া আবিরে উদযাপন চলছে।
পাটনায় বাজি ফাটিয়ে জয় উদযাপন বিজেপি কর্মী-সমর্থকদের। এনডিএ এগোতেই পাটনায় সেলিব্রেশন শুরু বিজেপি কর্মীদের।
করোনা মহামারির কারণে একাধিক নিয়ম মেনে চলতে হচ্ছে কমিশনকে। সেই কারণে নির্বাচনী ফলাফল সম্পূর্ণভাবে প্রকাশিত হতে মধ্যরাত হবে।
জনতা দল-ইউনাইটেডের সমর্থক ও কর্মীরা জেডিইউ অফিসের বাইরে এনডিএ জয়ের উদযাপন শুরু করেছেন। পটকা-বাজি ফাটিয়ে চলছে সেলিব্রেশন।