Advertisement

পশ্চিমবঙ্গ

North Bengal Tourism: মহাকাল-জল্পেশ-শিবদীঘি-মদনমোহন, উত্তরবঙ্গে ধর্মীয় ট্যুরিজমে জোর মমতার

Aajtak Bangla
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 10 Nov 2025,
  • Updated 6:22 PM IST
  • 1/8

উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটনের নতুন দিগন্ত খুলে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। পাহাড়, নদী আর জঙ্গলের টানে যে পর্যটক আসেন, এবার তাদের জন্য খুলে যাচ্ছে আর এক পথ, ভক্তিমূলক পর্যটন। উত্তরবঙ্গে ধর্মীয় ট্যুরিজমের বিকল্প ব্যবস্থা গড়ে তোলার কথা সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 2/8

শিলিগুড়ির উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিখ্যাত, তেমনই এখানে বহু ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান রয়েছে। এই সব জায়গাকে একত্রে যুক্ত করে যদি ধর্মীয় ট্যুরিজম সার্কিট তৈরি করা যায়, তাহলে পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি হবে।’’

  • 3/8

মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিংয়ে মহাকাল মন্দির তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রায় ১৭.৪ একর জমি এই প্রকল্পের জন্য পাওয়া গিয়েছে। বিষয়টি রাজ্য ক্যাবিনেটেও আলোচনা হয়েছে। তাঁর কথায়, ‘‘এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু ধর্মীয় পর্যটন নয়, স্থানীয় অর্থনীতিকেও চাঙা করতে চাই।’’

  • 4/8

এই প্রকল্পের জন্য রাজ্য সরকার একটি ট্রাস্ট গঠন করছে। মুখ্যমন্ত্রী জানান, চিফ সেক্রেটারির নেতৃত্বে ওই ট্রাস্ট গঠিত হবে। ট্রাস্টে থাকবেন দার্জিলিং ও কোচবিহারের বিভিন্ন মন্দিরের প্রধান পুরোহিতরা, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের প্রতিনিধি, সংবাদমাধ্যমের প্রতিনিধি, জিটিএ প্রধান অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগর, দুই জেলার জেলা শাসক, দেবাঞ্জন মণ্ডল, সত্যম রায়চৌধুরী, রুদ্র চট্টোপাধ্যায়, বিনয় চন্দ্র বর্মন এবং রুমা রেশমি এক্কারা।

  • 5/8

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জমি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। হিডকো থাকবে এই প্রকল্পের কনভেনার হিসেবে। মহাকাল মন্দির ছাড়াও দুর্গা মন্দিরের কাজও শুরু হয়েছে। ধর্মীয় পর্যটনের সঙ্গে আধুনিক ব্যবস্থার মেলবন্ধন ঘটাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও তৈরি করা হবে।

 

  • 6/8

এই কনভেনশন সেন্টার মহাকাল মন্দিরের কাছাকাছি কোনও স্থানে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা চাই, উত্তরবঙ্গ শুধু প্রকৃতির জন্য নয়, সংস্কৃতি ও ভক্তির কেন্দ্র হিসেবেও দেশের মানচিত্রে জায়গা পাক।’’

  • 7/8

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে দার্জিলিংয়ের মহাকাল মন্দির, জলপাইগুড়ির জল্পেশ মন্দির, কোচবিহারের মদনমোহন মন্দির ও শিবযজ্ঞ মন্দিরকে এক সূত্রে বেঁধে দেওয়া হবে। এতে দেশ-বিদেশের পর্যটকদের জন্য তৈরি হবে এক বিশেষ ধর্মীয় সার্কিট।

 

  • 8/8

সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে উত্তরবঙ্গের পর্যটন আরও জমজমাট হয়ে উঠবে বলে আশা স্থানীয় ব্যবসায়ী ও হোটেল শিল্পের সঙ্গে যুক্তদের। রাজ্য সরকারের হিসেব বলছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে, যা উত্তরবঙ্গের অর্থনীতিকে নতুন গতি দেবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement