ভ্যাপসা গরম থেকে কার্যত মুক্তি পেল রাজ্যবাসী। সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই বৃষ্টি এখন চলবে।
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বর্ষাও প্রবেশ করবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার ফলে কমবে তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ ও কলকাতায়। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকলেও তা কমে যাবে।
আবার দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলি, কলকাতা, নদীয়া ইত্যাদি জেলাগুলির বিভিন্ন অংশে বর্ষা অগ্রগতি হয়েছে। ২-৩ দিনের মধ্যে তা সার্বিকভাবে প্রবেশ করবে।
এমনিতেই প্রাক বর্ষার জেরে কলকাতা ও আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অপরদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
তবে বৃষ্টি পুরোদমে শুরু হওয়ার পর আরও তাপমাত্রা কমবে। শীত শীত ভাব অনুভূত হবে। শুধু তাই নয় দফায় দফায় বৃষ্টি হবে কলকাতা ও তার আশপাশের জায়গাগুলোতে। যা চলতে পারে রাতেও।
কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই জেলাগুলোতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। পুরোদমে বর্ষা নানার পর বৃষ্টি বাড়বে। তাপমাত্রা আরও কমতে শুরু করবে। ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে।
আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, আগামী ৫ দিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
আগামী কয়েকদিন জারি থাকবে বৃষ্টি। দফায় দফায় সেই বৃষ্টি হবে। সঙ্গে বজ্রপাতও। অন্তত ২২ জুন পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপাতত।
নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সব জেলাগুলির তাপমাত্রা কমবে। বাতাসে আদ্রতা কমবে। বাড়বে ঠান্ডা।