Advertisement

রাজ্য

Bengal Weather : বাতাসে ঠান্ডা ভাব-কমে যাবে তাপমাত্রাও, রাতভর দফায় দফায় বৃষ্টি; কোন কোন জেলায় ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jun 2023,
  • Updated 2:59 PM IST
  • 1/11

ভ্যাপসা গরম থেকে কার্যত মুক্তি পেল রাজ্যবাসী। সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই বৃষ্টি এখন চলবে। 

  • 2/11

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বর্ষাও প্রবেশ করবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার ফলে কমবে তাপমাত্রা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 3/11

আবহাওয়া দফতরের পূর্বাভাস, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ ও কলকাতায়। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকলেও তা কমে যাবে। 

  • 4/11

আবার দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলি, কলকাতা, নদীয়া ইত্যাদি জেলাগুলির বিভিন্ন অংশে বর্ষা অগ্রগতি হয়েছে। ২-৩ দিনের মধ্যে তা সার্বিকভাবে প্রবেশ করবে। 

  • 5/11

এমনিতেই প্রাক বর্ষার জেরে কলকাতা ও আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অপরদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

  • 6/11

তবে বৃষ্টি পুরোদমে শুরু হওয়ার পর আরও তাপমাত্রা কমবে। শীত শীত ভাব অনুভূত হবে। শুধু তাই নয় দফায় দফায় বৃষ্টি হবে কলকাতা ও তার আশপাশের জায়গাগুলোতে। যা চলতে পারে রাতেও।

  • 7/11

কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • 8/11

এই জেলাগুলোতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। পুরোদমে বর্ষা নানার পর বৃষ্টি বাড়বে। তাপমাত্রা আরও কমতে শুরু করবে। ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে। 

  • 9/11

আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, আগামী ৫ দিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। 

  • 10/11


আগামী কয়েকদিন জারি থাকবে বৃষ্টি। দফায় দফায় সেই বৃষ্টি হবে। সঙ্গে বজ্রপাতও। অন্তত ২২ জুন পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপাতত।  

  • 11/11

নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সব জেলাগুলির তাপমাত্রা কমবে। বাতাসে আদ্রতা কমবে। বাড়বে ঠান্ডা। 
 

Advertisement
Advertisement