Amazon Prime, Netflix Disney+Hotstar Free Subscription: দিন কয়েক আগে মোবাইল ব্যবহারের খরচ বেড়েছে। সবাই পরিষেবা প্রদানকারী সংস্থাই দাম বাড়িয়েছে। আর এর জেরে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা, এ নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন: কর্মরত সিভিক ভলান্টিয়ারকে 'নির্মল'-মিষ্টি, ফের বিতর্কে তৃণমূল নেতা
অ্যামাজন প্রাইমও নিজেদের প্ল্যানের খরচ বাড়িয়ে দিয়েছে। তবে নেটফ্লিক্স আবার উল্টোদিকে। মানে তারা দাম কমিয়েছে।
আরও পড়ুন: বাংলা-বাঙালির দুর্গাপুজো UNESCO-র হেরিটেজ তালিকায়, উচ্ছ্বাস
তবে দাম বাড়ুক বা কমুক, আপনি অ্য়ামাজন প্রাইম (Amazon Prime), নেটফ্লিক্স (Netflix) এবং ডিজনিপ্লাসহটস্টার (Disney+Hotstar) একেবারে ফ্রি-তে দেখা যাবে।
আরও পড়ুন: মেটারনিটি লিভ কলেজ ছাত্রীদের জন্যও, সিদ্ধান্ত ইউজিসি-র
এমন সুযোগ এনে দিয়েছে জিও (Jio)। তেমন কিছু পোস্টপেড প্ল্যান এনেছে। এর দাম ৩৯৯ টাকা থেকে শুরু। এই সব প্ল্যানে অ্য়ামাজন প্রাইম (Amazon Prime), নেটফ্লিক্স (Netflix) এবং ডিজনিপ্লাসহটস্টার (Disney+Hotstar) ফ্রি-তে পাওয়া যাবে।
আরও পড়ুন: ভুল মানল সিবিএসই, দশম শ্রেণিতে বিতর্কিত প্রশ্নটিতে দেওয়া হবে ফুল মার্কস
৩৯৯ টাকার প্ল্য়ান
জিও (Jio)-র পোস্টপেড প্ল্যানে স্ট্রিমিং বেনিফিট, কলিং এবং এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এখানে ৭ জিবি ডেটা দেওয়া হবে। তা শেষ হওয়ার পর প্রতি জিবির জন্য দিতে হবে ১০ টাকা। এই প্ল্যানের সঙ্গে অ্য়ামাজন প্রাইম (Amazon Prime), নেটফ্লিক্স (Netflix) এবং ডিজনিপ্লাসহটস্টার (Disney+Hotstar) দেখার কোনও খরচ লাগবে না। মানে পুরো ফ্রি।
আরও পড়ুন: জোয়ার-বাজরা-রাগি দিয়ে কেক, সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও, কীভাবে বানাবেন?
জিও-র ৫৯৯ টাকার প্ল্যান
এই প্ল্য়ানে ১০০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। তা শেষ হয়ে যাওয়ার পর প্রতি জিবির জন্য দিতে হবে ১০ টাকা। এই প্ল্য়ানে ৩৯৯ টাকার প্ল্যানের সব সুবিধা পাওয়া যাবে। মানে এখানেও অ্য়ামাজন প্রাইম (Amazon Prime), নেটফ্লিক্স (Netflix) এবং ডিজনিপ্লাসহটস্টার (Disney+Hotstar) দেখার জন্য কোনও খরচ লাগবে না।
৭৯৯ টাকার প্ল্যান
এই প্ল্য়ানে মোট ১৫০ জিবি ডেটা মিলছে। ফ্যামিলি মেম্বারের জন্য দু'টি অতিরিক্ত সিম দেওয়া হবে।
এখানেও মিলবে আগের মতো সুবিধা। অর্থাৎ অ্য়ামাজন প্রাইম (Amazon Prime), নেটফ্লিক্স (Netflix) এবং ডিজনিপ্লাসহটস্টার (Disney+Hotstar) দেখতে বাড়িতি কোনও খরচ নেই।
৯৯৯ টাকার প্ল্যান
এখানে পাওয়া যাবে ২০০ জিবি ডেটা। তা শেষ হয়ে গেলে প্রতি জিবি-র জন্য ১০ টাকা করে দিতে হবে। এই প্ল্যানে ৫০০ জিবি রোলওভার হবে। ফ্যামিলি মেম্বারের জন্য ৩টি অতিরিক্ত সিম দেওয়া হবে। বাকি সুবিধা ৭৯৯ টাকার প্ল্যানের মতো।
১৪৯৯ টাকার জিও-র প্ল্যান
জিও (Jio)-র এই প্ল্যানে ৩০০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ফ্যামিলি মেম্বারের জন্য ৩টি অতিরিক্ত সিম দেওয়া হবে। ওটিটি প্ল্য়াটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।