Advertisement

টেক

অপেক্ষার অবসান! Battlegrounds Mobile অফিসিয়ালি লঞ্চ, কীভাবে করবেন ডাউনলোড

Aajtak Bangla
  • 02 Jul 2021,
  • Updated 1:06 PM IST
  • 1/6

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভক্তদের জন্য সুসংবাদ রয়েছে। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে ভারতে চালু করা হয়েছে। এই সংস্থার তরফে আজ এই সম্পর্কে ঘোষণা করেছেন। এখন গুগল প্লে স্টোর থেকে যে কেউ ডাউনলোড করতে পারবে।
 

  • 2/6

এটি কেবলমাত্র এই মুহূর্তে অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য চালু করা হয়েছে।  এদিন সকাল সাড়ে ৬টায় গেমটি লঞ্চ হয়।

  • 3/6

গেমটি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। যারা আগে প্লে স্টোর থেকে গেমটির বিটা ভার্সন ডাউনলোড করেছেন, তারা সেখান থেকে গেমটি আপডেট করতে পারবেন এখন। 
 

  • 4/6

গেমারদের জন্য বিভিন্ন ধরনের পুরস্কারও রেখেছে সংস্থা। ৫০ লাখ এবং ১ কোটি ডাউনলোড হলে প্রত্যেক গেমারদের বিশেষ পুরস্কার দেওয়া হবে সংস্থার তরফে। তবে এই গেমটি আইফোনের জন্য এখনও চালু হয়নি। 

  • 5/6

এর আগে গুগল প্লে স্টোরে গেমটির বিটা ভার্সন নিয়ে আসা হয়েছিল। প্রথমে কয়েকজন গ্রাহকের জন্য বিটা সংস্করণ আনা হয়েছিল। পরে তা সবার জন্য নিয়ে আসা হয়।
 

  • 6/6

কিছুদিন আগে একটি প্রতিবেদন ছিল যে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া চীনকে ডেটা পাঠাচ্ছে। তা ঘিরে বিতর্ক হয়। পরে সংস্থাটি পরিষ্কার করে দিয়েছে যে পুরানো অ্যাকাউন্টের ডেটা নেওয়ার জন্য এটা করা হচ্ছে।
 

Advertisement
Advertisement