Advertisement

টেক

Online Shopping Scams: দীপাবলিতে অনলাইনে শপিং! ভুয়ো ওয়েবাসাইটের জালে পড়ছেন না তো? এভাবে বাঁচুন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2021,
  • Updated 4:28 PM IST
  • 1/6

এই মুহূর্তে অনেক সাইটে দীপাবলি সেল চলছে। এই  সেলে  ই-কমার্স সাইটে কম দামে বিভিন্ন প্রডাক্টস  বিক্রি হচ্ছে। এখন প্রতারকরাও এর সুযোগ নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এর জন্য অনেক ভুয়া ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

  • 2/6

এই নকল সাইটগুলিতে মোবাইল, ল্যাপটপ, টিভি এবং অন্যান্য পণ্যগুলি দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি করার দাবি করা হচ্ছে। এই ডিলগুলি দেখে, গ্রাহকরা অনলাইনে পেমেন্ট করেন এবং তাদের অর্থ সাইবার অপরাধীদের কাছে পৌঁছে যায়।

  • 3/6

এই ভুয়া সাইটগুলোকে নানাভাবে প্রমোট করা হয়। এই কারণে, অনেকে তাদের লোভে পড়ে জালিয়াতির শিকার হন। কিছু টিপস অনুসরণ করলে, আপনি এই ধরনের ভুয়া সাইট সম্পর্কে জানতে পারবেন এবং অনলাইন শপিং এ টাকা হারানো এড়াতে পারবেন।

  • 4/6

অনলাইনে কেনাকাটা করার আগে URLটি https:// দিয়ে শুরু হয় কিনা সেদিকে সর্বদা মনোযোগ দিন। এখানে s মানে নিরাপদ। আপনি যখন URL-এর লক আইকনের উপর মাউস নিয়ে যাবেন, আপনি সাইটের সিকিউরিটি লেবে জানতে পারবেন।
 

  • 5/6

সবসময় Amazon, Flipkart, ShopClues, Pepperfry এবং অন্যান্য জনপ্রিয় ওয়েবসাইট থেকে অনলাইন শপিং করুন। আপনার অ্যান্টি-ভাইরাস ফায়ারওয়াল অবশ্যই আপ টু ডেট হতে হবে। অজানা সাইট বা ব্যক্তির কাছ থেকে কখনই অ্যাপ ডাউনলোড করবেন না।

  • 6/6

মেসেজে পাওয়া কোন অজানা লিঙ্কে  ক্লিক করবেন না। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে থাকুন। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কারও সাথে আপনার ব্যাঙ্কের ডেটা শেয়ার করবেন না।

Advertisement
Advertisement