Call of Duty Mobile সিজন ২-তে রয়েছে একের পর এক চমক। ইউজারদের দাবি মেনে এবারে গেমে এসেছে একাধিক বন্দুক। সেই সঙ্গে চমক দিয়ে নয়া এই সিজনে ফ্রিতে দেওয়া হয়েছে ড্রেসও।
আগের সিজনগুলিতে চমক বলতে গাড়িতে নয়া ক্যামো নিয়ে আসা হতো। কিন্তু এবার সম্পূর্ণ নতুন ভাবে ট্রাক নিয়ে আসা হয়েছে। Call of Duty Mobile গ্লোবান ভার্সনে নিয়ে আসা হয়েছে। তবে চাইনিজ ভার্সনে এটি আগের থেকেই ছিল।
চাইনিজ ভার্সনে এর আগের সিজনে ফ্রিতে ড্রেস দেওয়া হয়েছিল। সেই ড্রেসই এবার গ্লোবাস ভার্সনে নিয়ে আসা হয়েছে। ফলে অনেকটাই উচ্ছ্বসিত ভারতীয় ইউজাররা।
সবথেকে চমক রয়েছে ব্যাটল পাসে। মূলত ব্যাটল ব়য়্যাল প্লেয়ারদের কাছে ব্যাটল পাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ব্যাটল পাসে অনেক নতুন নতুন ক্যারেক্টার নিয়ে আসা হয়েছে। যেগুলি CP নিয়ে কিনতে হয়।
আগের সিজনটিতে ঘিরে ইউজারদের বেশ কিছু সমস্যা ছিল। সেই সমস্যা এবার মেটানো হয়েছে বলে দাবি করা হয়েছে কল অফ ডিউটি মোবাইল সংস্থা। সিজন ২-এর নাম দেওয়া হয়েছে Day of Reckoning।
new Shoot House and Shipment maps নামে দুটি নতুন ম্যাপ নিয়ে আসা হয়েছে। মাল্টিপ্লেয়ার অপশনে। সঙ্গে মাল্টিপ্লেয়ার খেলোয়ারদের জন্য আরও চমক দেওয়া হয়েছে গেম প্লেতে।
এই সিজনেই আসার কথা Tank Battle। যেখানে শুধুমাত্র ট্যাঙ্কে লড়াই হবে।
তবে ব্যাটস ব়য়্যাল থেকে বাদ দেওয়া হয়েছে alcatraz অপশনটি। মোট ৪০ জন প্লেয়ার খেলতে পারত alcatraz-এ। সম্ভবত এপ্রিলে ফিরতে পারে alcatraz ।