Advertisement

টেক

হ্যাকারদের নয়া ফাঁদ! অচেনা নম্বর থেকে WhatsApp-এ OTP এলেই সাবধান!

Aajtak Bangla
  • 24 Nov 2020,
  • Updated 7:30 PM IST
  • 1/8

একেবারে নতুন উপায়ে এ বার প্রতারণার ফাঁদ পেতেছে হ্যাকার বা জালিয়াতরা। সম্প্রতি OTP-র সাহায্যে WhatsApp ব্যবহারকারীর সর্বস্ব লুঠ করার ফাঁদ পেতেছে একদল হ্যাকার।

  • 2/8

নতুন এই প্রতারণা পদ্ধতিতে প্রথমে হ্যাকার আপনাকে WhatsApp-এ টেক্সট করে আপনার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। তারপর সে জানাবে যে, সে ভুল করে আপনার নম্বরে একটি OTP পাঠিয়ে দিয়েছে এবং ওই OTP দেওয়ার জন্য সে আপনাকে অনুরোধ করবে। এই OTP দিয়ে দিলেই হ্যাকার আপনার ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাটের অ্যাক্সেস পেয়ে যাবে।

  • 3/8

আপনার ফোনে আসা OTP হ্যাকারের হাতে পৌঁছে গেলেই আপনার ফোনের WhatsApp অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে। এ দিকে আপনারই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করে নানা রকম প্রতারণামূলক কার্যকলাপ চালাবে জালিয়াতরা।

  • 4/8

প্রশ্ন হল, এই WhatsApp-এ এই হ্যাকিং ঠেকানোর উপায় কী? দুটি উপায় আছে। এক, প্রতারক সত্যিই আপনার বন্ধু বা পরিচিত কিনা তা যাচাই করে নিন। দুই, WhatsApp-এর ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ অন করে রাখুন।

  • 5/8

এই নিরাপত্তা পরিষেবা অন করে রাখলে আপনার অ্যাকাউন্টে লগইন করার সময় WhatsApp সব সময় আপনার কাছে ৬ ডিজিটের একটি পিন নম্বর চাইবে। ফলে আপনার WhatsApp অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত থাকবে।

  • 6/8

এ বার এই ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ অন করার পদ্ধতি জেনে নিন। প্রথমে WhatsApp সেটিংসে গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ এনেবল বা অ্যাক্টিভ করুন।

  • 7/8

এ বার নিজের পছন্দ মতো ৬ ডিজিটের একটি পিন সেট করুন এবং সেটি কনফার্ম করুন। এ বার আপনার WhatsApp অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য একটি ইমেল আইডি দিন। টু-স্টেপ ভেরিফিকেশন রিসেট করার জন্য এটি দিতে বলা হয়। তবে ইমেল না দিতে চাইলে ‘স্কিপ’ অপশনে ট্যাপ করুন।

  • 8/8

যদি ইমেল অ্যাড্রেস ন, তাহলে সেটি কনফার্ম করে ‘সেভ’ অথবা ‘ডান’ অপশনে ক্লিক করুন। না হলে ‘স্কিপ’ অপশনে ট্যাপ করে ‘নেক্সট’ বাটনে ক্লিক করে সেভ অথবা ‘ডান’ অপশনে ক্লিক করলেই সুরক্ষিত হবে আপনার WhatsApp অ্যাকাউন্ট।

Advertisement
Advertisement