Advertisement

টেক

5G ফোন ১৫,০০০ টাকার মধ্যে, রয়েছে দারুণ ফিচারও! জানুন বিশদে

Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Jul 2021,
  • Updated 2:12 PM IST
  • 1/6

আর কয়েকদিনের মধ্যে একের পর এক কোম্পানি 5G স্মার্টফোন বেশি মাত্রায় বাজারে আনবে। এখনও বেশ কিছু 5G বাজারে এসেছে। এর মধ্যে কিছু ফোন রয়েছে একেবারে বাজেটের মধ্যে। মাত্র ১৫ হাজার টাকার মধ্যে ফাইভ জি ফোন কেনার বিষয়ে ভাবলে, নজর রাখুন এখানে।

  • 2/6

Realme 8 5G

এই স্মার্টফোনের দাম শুরু হয় ১৩,৯৯৯ টাকায়। ৪ জিবি এবং ৬৪ জিবি এই দুইরকম ভাগে এই ফোনটি রয়েছে। সেই সঙ্গে এই স্মার্টফোনটি সুপারসোনিক ব্ল্যাক এবং সুপারসোনিক ব্লু কালার অপশন রয়েছে।

  • 3/6

এই ফোনের ফিচারে অ্যান্ড্রয়েড ১১ বেস Realme UI 2.0, 90Hz রিফ্রেশ রেট, ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৪৮ এমপি ট্রিপল ক্যামেরা সেটআপ, ১৬ এমপি সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 

  • 4/6

Poco M3 Pro 5G

এই স্মার্টফোনের দাম শুরু হয় ১৩,৯৯৯ টাকায়। ৪ জিবি এবং ৬৪ জিবি এই দুইরকম ভাগে এই ফোনটি রয়েছে। নীল, কালো এবং হলুদ রংয়ের এই ফোন পাওয়া যায়।
 

  • 5/6

এই ফোনের ফিচারে অ্যান্ড্রয়েড ১১ বেস MIUI 12, 90Hz রিফ্রেশ রেট, ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, Mali-G57 GPU, ৪৮ এমপি ট্রিপল ক্যামেরা সেটআপ, ৮ এমপি সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 

  • 6/6

Oppo A53s 5G
এই স্মার্টফোনের দাম শুরু হয় ১৪,৯৯০ টাকায়। ৬ জিবি এবং ১২৮ জিবি এই দুইরকম ভাগে এই ফোনটি রয়েছে। নীল এবং কালো রংয়ের এই ফোন পাওয়া যায়। এই ফোনের ফিচারে অ্যান্ড্রয়েড ১১ বেস ColorOS 11.1, ৬.৫২ ইঞ্চি ফুল-এইচডি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা, ৮ এমপি সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 
 

Advertisement
Advertisement