ফেসবুক গ্রুপ চালানো অ্যাডমিনদের জন্য সুখবর। ফেসবুক গ্রুপগুলির জন্য বেশ কিছু ফিচার আনছে মার্ক জুকারবার্গের সংস্থা। তাতে গ্রুপ অ্যাডমিনরা আর্থিকভাবে লাভবান হতে পারেন।
জানা যাচ্ছে, এবার থেকে ফেসবুক গ্রুপগুলিতে শপিং, তহবিল সংগ্রহ এবং সাবস্ক্রিবশনের মতো ফিচার যুক্ত হতে পারে।
তবে এই ফিটারগুলি নিয়ে এখনও পরীক্ষা চলছে। কবে আসবে সেই বিষয়ে কিছু বলা হয়নি।
বর্তমানে ফেসবুকে মার্কেটপ্লেস বলে আলাদা অপশন রয়েছে। যেখানে থেকে গ্রাহকরা চাইলে কেনকাটা করতে পারেন।
এর পাশাপাশি ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে, সেখানে পণ্য বিক্রির জন্য ব্যবহার করা হয়। কিন্তু সেই সব পণ্য নিয়ে স্টেটাসের মতো পোস্ট দিতে হয়।
নতুন ফিচারে ফেসবুক গ্রুপ গুলির মধ্যেই কেনাকাটার অপশন দেওয়া থাকবে। সেখানে বিভিন্ন পণ্যে কিনতে পারবেন।
পণ্য কেনাকাটা করলে সেটা টাকা অ্যাডমিনদের কাছেই যাবে। কারণ নতুন নিয়মে শপিংয়ের টাকা অ্যাডমিনরাই পাবেন।
এর পাশাপাশি তহবিল সংগ্রহের অপশন থাকবে। পিকনিক হোক কিংবা কোনও দুর্যোগের জন্য তহবিল সংগ্রহের অপশন ফেসবুক গ্রুপে যুক্ত হবে।
এর পাশাপাশি আরেকটি আকর্ষণীয় বিষয় সাবস্ক্রিবশন অপশন। সবাই এই অপশনের সঙ্গে পরিচিত হলেও ফেসবুকে এটি নতুন তা বলাই যায়।
নতুন নিয়মে অ্যাডমিন চাইলে সাবস্ক্রিবশন অপশন গ্রুপে যুক্ত করে পারবেন। এর ফলে বাইরের কেউ গ্রুপে অ্যাড হতে গেলে তাঁকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে।
এর পাশাপাশি ফেসবুক আরও কিছু ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এই ফিচারগুলিতে গ্রুপের আইকন, নামের স্টাইল ও রং পরিবর্তন করা যাবে।