Advertisement

ইউটিলিটি

মাত্র ১ হাজার টাকায় বুক করুন Bajaj-এর নতুন পালসার, সামনে সপ্তাহ থেকে ডেলিভারি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Nov 2021,
  • Updated 3:03 PM IST
  • 1/7

ফেস্টিভ সিজন-এ বাজাজ মোটরস তাদের জনপ্রিয় দুটি বাইক, বাজাজ পালসার এন ২৫০ এবং এফ ২৫০ লঞ্চ করেছে। ব্র্যান্ডের এটি সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনযুক্ত বাইক। এটি ১২৫ সিসি এবং ২৫০ সিসি পর্যন্ত পাওয়া যায়।

  • 2/7

কয়েকদিনের মধ্যেই নতুন লঞ্চ হওয়া পালসার ২৫০ অনলাইন বুকিং শুরু হবে। এই বাইকটি বুকিং করতে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খরচ হবে।

  • 3/7

নতুন বাইকটি টেস্ট ড্রাইভ নিতে চাইলে বুকিং করতে হবে। এক সপ্তাহের মধ্যেই কোম্পানি ডেলিভারি দিয়ে দেবে। এমনটাই জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

  • 4/7

১০ নভেম্বর থেকে অনলাইন বুকিংয়ের উপর ডেলিভারি শুরু হচ্ছে। এই দিনটিতেই ২০ বছর আগে পালসারের প্রথম মডেলটিও ডেলিভারি করা শুরু হয়েছিল। একই দিন বেছে নিয়ে কোম্পানি পুরনো নস্টালজিয়াকে বেছে নিয়েছে।

  • 5/7

বাজাজ অটো এই নতুন পালসার বাইকে মডেলে অনেক পরিবর্তন এনেছে। যা আগের চেয়েও অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। সামনে টেলিস্কোপিক সাসপেনশন ফর্ক দেওয়া হয়েছে। যা বাইকটিকে স্পোর্টস সেগমেন্টে দারুণং লুক দিয়েছে।

  • 6/7

এটি ডিটিএসআই-৪ স্ট্রোক কুল ইঞ্জিনযুক্ত বাইক। পাওয়ার রয়েছে ২৪.৬। বিএস-৬ যুক্ত ইঞ্জিন এটিকে আধুনিক করেছে। এটিতে ৫ স্পিড ট্রান্সমিসন মোড দিয়েছে।

  • 7/7

এই বাইক-দুটিকে বাজাজ অটো দেড় লাখ টাকার কম দামের সেগমেন্টে রেখেছে। দুটিরই দিল্লিতে এক্স শোরুম প্রাইস ১ লক্ষ ৪০ হাজার টাকার নীচেই রাখা হয়েছে।

Advertisement
Advertisement