Advertisement

টেক

PUBG-র কায়দায় বন্ধুদের নিয়ে খেলতে পারবেন FAU-G! জানুন বিশদে

Aajtak Bangla
  • 22 Apr 2021,
  • Updated 7:23 AM IST
  • 1/6

লঞ্চ হওয়ার পরে অবশেষে বড় বদল ভারতীয় গেম ফৌজিতে। সিঙ্গেলমুড স্টোরিলাইনের পরে এবার এতে আসতে চলেছে টিম ডেথম্যাচ। যদিও আগেই গেমটির নির্মাতাদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল টিম ডেথম্যাচ অপশন আসবে।

  • 2/6

সম্প্রতি একটি ট্রেলার সামনে এসেছে। সেখানে টিম ডেথম্যাচ সম্পর্কে বলা হয়েছে। দেখা যাচ্ছে অত্যাধুনিক রাইফেল ও স্নাইপার দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে গ্রেনেডও। 

  • 3/6

একসঙ্গে ৪-৫ জন টিম করে অপর টিমের বিরুদ্ধে খেলতে পারবেন। কল অফ ডিউটি মোবাইল কিংবা পাবজি মোবাইলে এভাবে খেলা যায়। তবে ব্যাটল ব়য়্যাল মুড এখনও চালু হয়নি এই গেমটিতে।

  • 4/6

গেমটি লঞ্চ হওয়ার পরে গেমারদের তরফে অনেক অভিযোগ সামনে এসেছিল। বলা হয়েছিল যে শুধুমাত্র স্টোরিলাইন মুড নিয়ে আসা হয়েছে গেমটিতে। কোনও বন্দুকও ছিল না। কিন্তু এবার আসছে নতুন অপশন।
 

  • 5/6

তবে টিম ডেথ ম্যাচ আসলেও আগের মতো স্টোরি লাইন মুডও থাকবে। তবে গেমটিতে ব্যাটস রয়্যাল মুড আদৌ চালু হবে কিনা, সেটি সম্পর্কে এখন জানা যায়নি। 

  • 6/6

ডেথম্যাচ মুড চালু হওয়ায় চাইলে নিজের বন্ধুদের নিয়েও খেলা যাবে। কারণ ডেথম্যাচ মুড খেলতে হলে ৪-৫ জন প্লেয়াল লাগে।


 

Advertisement
Advertisement