Advertisement

টেক

Force Gurkha : সোমবারই লঞ্চ করছে অ্যাডভেঞ্চার টুরিজমের জন্য দুর্দান্ত গাড়ি

Aajtak Bangla
  • 24 Sep 2021,
  • Updated 6:30 PM IST
  • 1/9

ফোর্স মোটর এর নতুন অফরোড এসইউভি (Suv) গাড়ি  গোর্খা (Gorkha) লঞ্চ হতে চলেছে। এই গাড়ির মূল বিশেষত্ব হল, এর মধ্যে তিনটি দরজা থাকবে।

  • 2/9

এই গাড়ি কোনও রাস্তায় যদি কোমর পর্যন্ত ভরা জল থাকে, তাতেও খুব সহজেই স্বাভাবিক গতিতে যেতে পারবে। এ ছাড়াও যে, কোনও ধরণের রাস্তায় এই গাড়ি স্বচ্ছন্দে চলতে পারবে।

  • 3/9

সাধারণভাবে গাড়িতে চারটি দরজা থাকে। অথবা চারদিকে চারটি দরজার পাশাপাশি পিছনে একটি দরজা থাকে। কিন্তু ফোর্স গোর্খা-র এই নতুন মডেলের মাত্র তিনটি দরজা থাকবে। ড্রাইভার এবং ড্রাইভার এর পাশে দুটি এবং পিছনে একটি দরজা থাকবে। পাশে কোনও দরজা থাকবে না। গাড়িতে ঢুকতে হবে পিছনের দরজা দিয়ে। পরে অবশ্য় পাঁচ দরজার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হতে পারে।

  • 4/9

এই ছবিতে শুধু ড্রাইভার এবং কো-ড্রাইভার এর জন্য ক্যাপ্টেন সিট দেওয়া হয়নি বরং পিছনে দুটি সওয়ারির জন্যও ক্যাপ্টেন সিট দেওয়া আছে। যেখানে অন্যান্য সাধারণ গাড়িতে পিছনে বেঞ্চ সিট দেওয়া থাকে। এ কারণে অফরোড এসইউভিতে শুধু চারজন যাতায়াত করতে পারবে।

  • 5/9

ফোর্স গোরখা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য বিশেষ করে বানানো হয়েছে। এর মধ্যে পাঁচটি ফরওয়ার্ড গিয়ার এবং একটি রিভার্স গিয়ার থাকছে। পাশাপাশি এরমধ্যে ফ্রন্ট এবং রিয়ার এক্সেলে ম্যানুয়াল ডিপ লক-ও দেওয়া হচ্ছে।

  • 6/9

এই এসইউভিতে দুর্দান্ত সাসপেনশনের  ফ্রন্ট এবং রিয়ার এন্টি রোল বার এবং ফ্রন্ট এবং সোক আবসর্বারও আছে। যার মধ্যে সব রকমের সার্ভিস এবং পরিস্থিতিতে গাড়ি চালানোর জন্য উপযুক্ত বলে দাবি করা হয়েছে। এবং ৫০০ লিটারের লাগেজ স্পেস রয়েছে।

  • 7/9

ফোর্স গোর্খা বিভিন্ন পরিস্থিতিতে স্বাভাবিক গতিতে চলতে সক্ষম। গাড়িটির ইঞ্জিনে পর্যাপ্ত হাওয়া পৌঁছবে। রাস্তার মধ্যে যে কোনও পরিস্থিতিতে চলতে পারবে। পাশাপাশি অ্যাডভেঞ্চার করার জন্য যারা কিনতে চান, তাদের জন্য এটি একদম আদর্শ। বলা হচ্ছে জলের মধ্যে দিয়ে গেলেও গাড়ির সাইলেন্সার পাইপের জল ঢুকে না এবং বন্ধ হওয়ার চিন্তা থাকবে না।

  • 8/9

এখন যদি এই গাড়ি নিয়ে লম্বা টুরে যান তাহলে অ্যাডভেঞ্চার ট্যুরের পাশাপাশি আপনার বিনোদনের প্রয়োজন পড়বে। সেদিকে মাথায় রেখে ৭ ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন দেওয়া হয়েছে। ব্লুটুথ, ইউএসবি, সুবিধা আছে। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কানেক্টিভিটি দেওয়া আছে। শুধু তাই নয় মিউজিক শোনার জন্যই মধ্যে চারটি দুর্দান্ত স্পিকারও দেওয়া হয়েছে গোর্খাতে। এছাড়াও এখানে লম্বা দূরত্ব যাওয়ার জন্য এবং ৬৩ লিটার রেট ফিউল ট্যাংক রয়েছে। ফোর্স কোম্পানি ২ হাজার ৫৯৬ সিসির ইঞ্জিন লাগিয়েছে।

 

  • 9/9

পাশাপাশি এরমধ্যে পাওয়ার স্টিয়ারিং এবং ভ্যাকিউম অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলিক ব্রেক সিস্টেম রয়েছে যা ফ্রন্ট ডেস্ক এবং ব্যাক সাইডের ড্রাম গিয়ারের সাথে পাওয়া যাবে। কোম্পানি এই অফ রোড এসইউভি গোর্খা ২৭ সেপ্টেম্বর ২০১ প্রথমবার লঞ্চ করবে। এর শুরুতে দাম দশ লাখের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement