Advertisement

টেক

Garena Free Fire চিনা না হয়েও ভারতে ব্যান, এবার BGMI-এর পালা?

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Feb 2022,
  • Updated 12:15 PM IST
  • 1/9

Garena Free Fire banned in India : ভ্যালেন্টাইন্স ডে-র দিনে বড়সড় ধাক্কা খেয়েছে Garena Free Fire-এর ভারতীয় খেলোয়াড়রা। Battle Royale গেম Garena Free Fire ভারতে নিষিদ্ধ হয়ে গেছে।

  • 2/9

Garena Free Fire-সহ ৫৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি ছিল। নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে গরিনা ফ্রি ফায়ারও। 

  • 3/9

তবে নিষেধাজ্ঞার খবর আসার আগেই, ভারতের প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে জনপ্রিয় এই গেমটিকে। যদি গেমটি চিনা গেম নয়। তবে চিনা না হলেও, দেশের নিরাপত্তার কারণে এটি নিষিদ্ধ।

  • 4/9

ফ্রি ফায়ারের মূল কোম্পানি Sea Limited সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা এবং সিইও Forrest Li চিনে জন্মগ্রহণ করেছিলেন।

  • 5/9

পরে সিঙ্গাপুরে স্থানান্তরিত হন তিনি। এখন নিষেধাজ্ঞার পর মনে করা হচ্ছে, সরকার নিশ্চয়ই এর চিনা সংযোগের নতুন তথ্য পেয়েছে।

  • 6/9

তবে অবাক করার মতো বিষয় যে Garena Free Fire-এর আরেকটি সংস্করণ Garena Free Fire MAX-এর এখনও গুগল প্লে স্টোরে রয়েছে। এর আগেও, গারেনা ফ্রি ফায়ার বিতর্কে পড়েছিল যখন BGMI প্রকাশক KRAFTON এর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছিল। 

  • 7/9

ফ্রি ফায়ার নিষেধাজ্ঞার পর আবারও বিজিএমআইয়ের খেলোয়াড়রা এখন এই গেমটি নিষিদ্ধ হওয়ার আশঙ্কা করছেন। তবে যতক্ষণ পর্যন্ত বিজিএমআই কোনো আইন লঙ্ঘন না করে, ততক্ষণ পর্যন্ত এটি নিষিদ্ধ করা হবে না। 

  • 8/9

চিনা সংযোগের কারণে PUBG মোবাইল আগে দেশে নিষিদ্ধ ছিল। এর পরে কোম্পানিটি ভারতের জন্য বিশেষ PUBG মোবাইলের অন্য আপডেট হিসাবে BGMI চালু করেছে। 

  • 9/9

সেই সঙ্গে আরেকটি মোবাইল গেম PUBG : New State -ও নিয়ে এসেছে তারা। দুটো ব্যাটল রয়্যাল ভিত্তির মোবাইল গেম এখন চালাচ্ছে তারা। কিন্তু ফ্রি ফায়ার বিগত শেষ ২ বছরে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এখন নিষিদ্ধ প্রবল আশঙ্কায় পড়েছেন এই গেমটির প্লেয়াররা।

Advertisement
Advertisement