Advertisement

টেক

ঠিক যেন iPhone 13! মাত্র ৬২০০ টাকায় স্মার্টফোন আনল এই সংস্থা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2022,
  • Updated 6:38 PM IST
  • 1/8

অবিকল আইফোন ১৩ (iPhone 13)! আইফোন ১৩-র মতো স্মার্টফোন আনল চিনা মোবাইল নির্মাতা সংস্থা জিওনি (Gionee)। হুয়েই সংস্থার অধীনস্থ না হলেও হারমনি অপারেটিং সিস্টেমে চলবে জিওনির নতুন ফোন।

  • 2/8

জিওনির নতুন ফোনের নাম জিওনি ১৩ প্রো (Gionee 13 Pro)। ফোনের স্ক্রিন ৬.২৬ ইঞ্চি। এইচডি প্লাস রেজোলিউশন। অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। স্ক্রিন টু বডি রেশিও ৯০.৩। ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার নেই। তবে ফেস আনলকের সুবিধা রয়েছে। 

  • 3/8

জিওনি ফোনে ভাল ছবি ওঠে। এই ফোনেও আইফোনের আকারের ক্যামেরার গড়ন। রয়েছে এলইডি ফ্লাশ। প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরার তথ্য নেই। 

  • 4/8

iPhone 13-র  মতো জিওনির এই ফোনে ফ্ল্যাট এজ। ডান দিকে ফোনের ধ্বনি বাড়ানো-কমানোর বটন। পাওয়ার বটন বাঁ দিকে। Unisoc T310 প্রসেসর রয়েছে ফোনে। 

  • 5/8

ফোনে ৪ জিবি রাম। ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ৩৫০০এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনে। ইউএসবি সি পোর্টে চার্জ করা যাবে। HarmonyOS-এ চলে ফোন। হুয়েই মোবাইল সার্ভিস (Huawei Mobile Services) পাবেন।   

  • 6/8

জিওনি ১৩প্রো-র দাম চিনে ৫২৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় তা পড়ছে প্রায় ৬২০০ টাকা। 
 

  • 7/8

ডিপ সি ব্লু (Deep Sea Blue), গ্লো গোল্ড (Glow Gold), ব্রিলিয়ান্ট পার্পল (Brilliant Purple) এবং গ্রাফাইট ব্ল্যাক (Graphite Black) রঙে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। 

  • 8/8

ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয়। গত কয়েক বছর ধরে চিনের বাইরে ফোন রফতানি করেনি জিওনি। সেই প্রথা কি এই ফোনের ক্ষেত্রে ভাঙবে তারা? সেটা বলবে সময়। 

Advertisement
Advertisement