Advertisement

টেক

সাবধান! হ্যাকারদের হাতে এবার চলে যাচ্ছে OTP-ও

Aajtak Bangla
  • 16 Mar 2021,
  • Updated 12:24 PM IST
  • 1/5

OTP শব্দের সঙ্গে এখন অনেকেই পরিচিত। কোথাও নতুন অ্যাকাউন্ট খুলতে কিংবা লেনদেনের বিষয়ে OTP খুব কাজে লাগে। এর পুরো অর্থ ওয়ান টাইম পাসওয়ার্ড। এবার এই OTP বদলেই নতুন ধরনের সাইবার হানা শুরু হয়েছে। যা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। 

  • 2/5

নতুন এই সাইবার হানায়, হ্যাকাররা কাউকে প্রথমে টার্গেট করছে। সেখানে তার মোবাইলের OTP বদলে দিচ্ছে। ফলে হ্যাকারদের পাঠানো OTP সবাই ব্যবহার করছেন। এতে যাবতীয় তথ্য তাদের কাছে চলে যাচ্ছে।
 

  • 3/5

শুধু OTP নয়। হ্যাকারদের কবলে মোবাইলের বাকি তথ্যও চলে আসছে।
 

  • 4/5

এই জন্য এর থেকে সুরক্ষিত থাকতে, কোনও অচেনা মেসেজের লিঙ্কে ক্লিক করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।

  • 5/5

মোবাইলের থেকে মেলে OTP নিতে বলছেন বিশেষজ্ঞরা। তাতে হ্যাকিং-এর সম্ভাবনা কম থাকে। সেই সঙ্গে সতর্ক থাকলেও বলছেন তারা

Advertisement
Advertisement