WhatsApp- ছাড়া ফোন? ভাবাও যায় না। নতুন নতুন ফিচার এনে নিজেদের অ্যাপকে সমৃদ্ধ করছে WhatsApp। আপনারা সবাই জানেন যে, Android ও iphone-এ এই অ্যাপ ইনস্টল করা যায়।
এই অ্যাপের মাধ্যমে টেক্সট মেসেজের পাশাপাশি অডিও এবং ভিডিও কলও করা যায়। তবে অনেক সময় এমন হয়ে থাকে যে, হোয়াটসঅ্যাপে কল রেকর্ডের প্রয়োজন হয়।
এমন অনেকেই আছেন, যাঁরা দীর্ঘদিন হোয়াটসঅ্যাপে কল করেন কিন্তু, তাঁরা কল রেকর্ড করতে জানেন না। এই প্রতিবেদনে জানানো হবে, কীভাবে WhatsApp-এ কল রেকর্ড করা সম্ভব।
আপনি যদি আইফোন ব্যবহারকারী হন আর WhatsApp কল রেকর্ড করতে চান তাহলে আইফোনটিকে লাইটনিং কেবলের সাহায্যে MaC-এর সঙ্গে কানেক্ট করতে হবে। আইফোন Trust this computer ব্লে একটি মেসেজ দেখতে পাবেন, সেটিতে ক্লিক করতে হবে। এবার QuickTime ওপেন করে ফাইল সেকশনে গিয়ে নিউ অডিও রেকর্ডিংয়ের বিকল্প দেখতে পাবেন। এখানে আওনি রেকর্ড বাটন এর ওখানে একটি arrow চিহ্ন দেখতে পাবেন যা নীচে দিকে দেখাচ্ছে, সেটিকে ক্লিক করে নিজের আইফোনটি খুঁজতে পারবেন। আপনি QuickTime প্লেয়ার ওপেন করে রেকর্ড বাটন ক্লিক করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন।
আবার Android-এর ক্ষেত্রে কিউব কল রেকর্ডার ডাউনলোড করে নিন। অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপে যান, এবার আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইছেন তাঁকে কল করুন। এই সময় যদি আপনি ফোনে স্ক্রিনে কিউব কল এর আইকনটি দেখা যায় মানে আপনার কল রেকর্ড হচ্ছে।
এরপর Cube Call Recorder অ্যাপের রেকর্ডিং বিভাগে গিয়ে সব রেকর্ড করা কল শুনতে পারবেন। হোয়াটসঅ্যাপ কল ছাড়াও এই অ্যাপ থেকে সেলুলার কল রেকর্ড করা যাবে। প্রায় সব ডিভাইসেই এই অ্যাপ কাজ করবে।
আর একটা সহজ উপায় হল, WhatsApp কল করার সময় ফোনটিকে স্পিকারে দিন আর অন্য একটি ফোন ভয়েস রেকর্ডার অন করে কথোপকথনটি রেকর্ড করে নিন।