নতুন বছর শুরুর আগে অনেকেই ফোন কেনার পরিকল্পনা করছেন। কারণ ২৫ ডিসেম্বরের আগে একাধিক কোম্পানি ফোনের উপর সেল শুরু করেছে। সেই তালিকায় নাম রয়েছে iPhone 13-রও। ফলে একেবারে সস্তায় মিলছে এই ফোনটি।
আইফোন ১৩ লঞ্চ করা হয়েছিল ৪ বছর আগে। তবে কোনওরকম সমস্যা ছাড়াই আরও ৪ বছর এই ফোন থেকে সার্ভিস পাওয়া যাবে।
আইফোন ১৩ এর আসল দাম ৪৯,৯০০ টাকা। এই দামের মধ্যে ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। তবে, এখন বিজয় সেলের ওয়েবসাইটে এই ভেরিয়েন্টটি ৪৪,৯০০ টাকায় পাওয়া যাবে।
বর্তমানে এমনিতেই ৫,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে এই মোবাইলটি পাওয়া যাচ্ছে। এছাড়াও, কোম্পানিটি এর উপর ৫ হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও দিচ্ছে। উভয় ডিসকাউন্টের পরে, ফোনটির দাম ১০,০০০ টাকা কমে ৪০,০০০ টাকার নীচে চলে আসবে।
ব্যাঙ্ক অফারের আওতায়, ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, SBI ক্রেডিট কার্ড এবং IDFC ফার্স্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে ৫,০০০ টাকা বাঁচানো যেতে পারে। ছাড়ের পর মূল্য হবে ৩৯,৯০০ টাকা।
আইফোন ১৩-তে ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি অ্যাপল A15 বায়োনিক প্রসেসর সহযোগে তৈরি। ফোনটিতে লেটেস্ট IOS-এ আপডেট করা হয়েছে। কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার এই ফোনে নেই। ফোনে রয়েছে 12MP + 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরাও রয়েছে 12MP-র।