Advertisement

টেক

শীতে হিটার চালাচ্ছেন? সঙ্গে রাখুন এই জিনিস, নইলে ক্ষতির মুখে পড়তে পারেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 18 Dec 2025,
  • Updated 8:32 PM IST
  • 1/8

১) শীতের দাপটে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের একাধিক এলাকায় তীব্র ঠান্ডার দাপট। এই সময় ঘরে ঘরে চলছে রুম হিটার। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু হিটার নয়, শরীর সুস্থ রাখতে তার সঙ্গে হিউমিডিফায়ার ব্যবহার করাও অত্যন্ত জরুরি।

  • 2/8

২) দীর্ঘক্ষণ হিটার চালালে ঘরের বাতাস অত্যন্ত শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক বাতাস থেকেই ত্বক শুকিয়ে যাওয়া, গলা খুসখুস, নাক জ্বালা, কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়।

  • 3/8

৩) হিউমিডিফায়ার মূলত জলকে বাষ্পে পরিণত করে বাতাসে আর্দ্রতা যোগ করে। ফলে হিটারের কারণে তৈরি হওয়া শুষ্কতা অনেকটাই কমে যায়। ঘরের বাতাস আরামদায়ক থাকে এবং শ্বাস নিতে অসুবিধা হয় না।

  • 4/8

৪) বাজারে এখন বিভিন্ন দামের হিউমিডিফায়ার পাওয়া যাচ্ছে। অনলাইনে সবচেয়ে সস্তা হিউমিডিফায়ারটির দাম মাত্র ৯৫৯ টাকা। এতে রয়েছে LED নাইট লাইট, দুটি স্প্রে মোড এবং USB কানেক্টিভিটি। বাড়ি, অফিস এমনকি গাড়িতেও এটি ব্যবহার করা যায়।

  • 5/8

৫) মাঝারি দামের মধ্যে জনপ্রিয় একটি মডেল হল AGARO VERGE। এর দাম প্রায় ১,৮৯৯ টাকা। ২.৫ লিটার জলের ক্যাপাসিটি থাকায় এটি দীর্ঘ সময় চালানো যায়। বাড়ি ও অফিস, দু’জায়গাতেই ব্যবহারের জন্য উপযোগী।

  • 6/8

৬) একটু বেশি ক্ষমতাসম্পন্ন হিউমিডিফায়ার খুঁজলে রয়েছে KENT Humidifier। দাম প্রায় ২,৪৪৯ টাকা। ৪ লিটার জলের ট্যাঙ্ক থাকায় বড় ঘরেও কার্যকর। রুম হিটারের সঙ্গে ব্যবহার করার জন্য বিশেষভাবে উপযোগী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

  • 7/8

৭) প্রিমিয়াম বিভাগে রয়েছে Supvox Humidifier। এর দাম প্রায় ২,৭১৭ টাকা। ৪.২ লিটার ক্যাপাসিটির পাশাপাশি এতে রয়েছে অটো শাট-অফ ফিচার। ফলে জল শেষ হয়ে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায় যন্ত্রটি। শীতের মরশুমে স্বাস্থ্য সুরক্ষায় এটি হতে পারে কার্যকর সমাধান।

  • 8/8

Advertisement
Advertisement