Advertisement

টেক

Alert! আজ থেকে যা না-করলে ল্যান্ডলাইন থেকে মোবাইলে আর ফোন করতে পারবেন না, জেনে নিন

Aajtak Bangla
  • 15 Jan 2021,
  • Updated 4:26 PM IST
  • 1/6

সারাদেশের সমস্ত ল্যান্ডলাইন ব্যবহারকারীদের আজ থেকে কোনও মোবাইল নম্বরে কল করতে প্রথমে '০' ডায়াল করতে হবে। টেলিকম মন্ত্রক গত বছরের নভেম্বর মাসে ঘোষণা করেছিল যে ল্যান্ডলাইন ব্যবহারকারীদের যে কোনও মোবাইল ফোন নম্বরের আগে '০' ডায়াল করতে হবে।
 

  • 2/6

এই নতুন নিয়মটি শুক্রবার  থেকে গোটা দেশে কার্যকর হতে চলেছে। টেলিকম অপারেটররা এর জন্য ব্যবহারকারীদের অবহিত করার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

  • 3/6

এয়ারটেল নিজের গ্রাহকদের একটি নির্দেশিকায় জানিয়েছে, টেলিকম মন্ত্রকের নির্দেশে আজ থেকে যে কোনও মোবাইল নম্বরে ফোন লাগানোর জন্য '০' ডায়াল করা বাধ্যতামূলক।
 

  • 4/6

একই ভাবে জিও একটি নির্দেশিকার মাধ্যমে গ্রাহকদের সচেতন করেছে। 
 

  • 5/6

তবে, '০' ডায়াল কেবলমাত্র ল্যান্ডলাইন থেকে মোবাইল ফোনে কল করার জন্য ব্যবহার করতে হবে। ল্যান্ডলাইন থেকে ল্যান্ডলাইন, মোবাইল থেকে ল্যান্ডলাইন এবং মোবাইল থেকে মোবাইলের জন্য প্রয়োজনীয় নয়।

  • 6/6

টেলিকম মন্ত্রকের মতে, এই নির্দেশিকার ফলে টেলিকম সংস্থাগুলি আরও বেশি সংখ্যক নম্বর তৈরি করতে সুবিধা পাবে।

Advertisement
Advertisement