Advertisement

টেক

১০ হাজার টাকা বাজেট? দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোনগুলি রইল

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Sep 2021,
  • Updated 5:53 PM IST
  • 1/6

স্মার্টফোন আজকালকার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এর সাহায্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ সহজেই করা যায়। এখন কম বাজেটেও স্মার্টফোন সহজেই পাওয়া যায়। ১০ হাজার টাকার মধ্যে আপনিও পেতে পারেন সেরা স্মার্টফোন।

  • 2/6

Realme C21Y
Realme C21Y এর দাম মাত্র ৮,৯৯৯ টাকা থেকে শুরু। এর ডিসপ্লে সাইজ 6.50-ইঞ্চি। এতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর বেস ভেরিয়েন্টে 3GB র‍্যাম সহ 32GB স্টোরেজ আছে। অন্যটিতে 4GB র‍্যাম সহ 64GB স্টোরেজ রয়েছে।

  • 3/6

Samsung Galaxy F02s
স্যামসাং গ্যালাক্সি F02s তে 6.5 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এর রেজোলিউশন 720x1600 পিক্সেল। এতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 প্রসেসর। ফোনটির দাম ৮,৯৯৯ টাকা থেকে শুরু। এই দামে 3GB র‍্যাম সহ 32GB স্টোরেজ পাওয়া যায়। এর রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রথম ক্যামেরা 13 মেগাপিক্সেলের। সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

  • 4/6

Poco M2 Reloaded
Poco M2 রিলোডেড অক্টাকোর মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 6.53 ইঞ্চি ডিসপ্লে আছে। ফোনটির দাম মাত্র ৯,৪৯৯ টাকা থেকে শুরু হয়। এতে 4GB র‍্যাম সহ 64GB স্টোরেজ আছে। এর ব্যাটারি 5000mAh। এতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
 

  • 5/6

Micromax In 2b
মাইক্রোম্যাক্স 2b অ্যান্ড্রয়েড 11 এ চলে এসেছে। এতে 6GB পর্যন্ত RAM আছে। এর দাম মাত্র ৭,৯৯৯ টাকা থেকে শুরু। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। সেলফির জন্য এর সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

  • 6/6

Realme Narzo 30A
Realme Narzo 30A এর ডিসপ্লে 6.5 ইঞ্চি। মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর দেওয়া হয়েছে এতে। এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি আছে। এর 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। এতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে।

Advertisement
Advertisement