Advertisement

টেক

PUBG-র বড় চমক! নতুন সিজনে গানের স্টেজে চলবে গুলির লড়াই

Aajtak Bangla
Aajtak Bangla
  • 09 Mar 2021,
  • Updated 5:44 PM IST
  • 1/6

নতুন সিজন এসেছে পাবজিতে। নতুন এই সিজনের নাম দেওয়া হয়েছে PUBG Mobile 1.3 Hundred Rhythms। এতে থাকছে অনেককিছু আকর্ষণীয় জিনিস। পাবজি ইতিমধ্যে ট্যুইটারে এটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।

  • 2/6

ব্যাটল রয়্যাল মুডে নিয়ে আসা হয়েছে একেবার নতুন অভিজ্ঞতা। পাবজি কর্তাদের ভাষায়, খেলার মাঝেই বন্ধুদের সঙ্গে চাইলে মিউজিক ইভেন্টে অংশ নিতে পারবে। ম্যাপের মধ্যেই তা রয়েছে। অর্থাৎ একপ্রকার ম্যাপের মাঝেই গানের স্টেজ আছে। সেখানে প্লেয়ারদের নামানো হবে। সঙ্গে থাকবে বন্দুক। আপনাকে বেচে ফিরতে হবে

  • 3/6

সঙ্গে এই আপডেট ভার্সনে নিয়ে আসা হয়েছে স্পেশাল স্কিল, ড্রেস ইত্যাদিও। মঙ্গলবার নয়া এই সিজনের ম্যাপ প্রকাশ পেয়েছে।

  • 4/6

কয়েকদিন আগে পাবজি নয়া একটি গেমের ট্রেলার সামনে নিয়ে এসেছিল। সেটার নাম রাখা হয়েছে পাবজি নিউ স্টেট।

  • 5/6

২০৫১ সালে কেমন হতে পারে পৃথিবী তা নিয়ে তৈরি করা হয়েছে সেই গেমটি। সেই সঙ্গে রয়েছে অনেক চমক।
 

  • 6/6

যদিও ভারতে এখনও লঞ্চের অনুমতি দেওয়া হয়নি। ফলে নতুন গেম নিয়ে আসলেও এখনও ভালো খবর পাচ্ছেন না ভারতীয় গেমাররা। 

Advertisement
Advertisement