Advertisement

টেক

PUBG Mobile লঞ্চ হলে যে বদলগুলি আসতে পারে, জানুন বিশদে

Aajtak Bangla
  • 21 Apr 2021,
  • Updated 5:56 AM IST
  • 1/6

পাবজি মোবাইল আবার ভারতে ফিরতে পারে। সম্প্রতি বেশ কয়েকজন গেমারের এমন দাবি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বলা হয়েছে ডবল ডিজিটের কোন দিনে গেমের ট্রেলার সামনে আসতে পারে। আর সিঙ্গেল ডিজিটের কোন দিনে গেমটি রিলিজ হতে পারে। 

  • 2/6

যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা পাবজি সংস্থা কারোর পক্ষ থেকেই গেমটির লঞ্চের বিষয়ে কিছু বলেনি। তবে গেমটি ভারতে লঞ্চ হলে কিছু কিছু বিষয়ে পরিবর্তন হতে পারে।

  • 3/6

পাবজি গেমে এতোদিন গেম খেলার মাঝেই পোশাক পরিবর্তন করা যেত। কিন্তু এবার তা আর যাবে না। গেম শুরুর আগে যে পোশাক থাকবে সেটাই পরে থাকতে হবে।

  • 4/6

গেমের পয়েন্টার সবুজ রংয়ের হবে। এটিও পরিবর্তন করা যাবে না। আগে পাবজি গেমে প্লেয়াররা নিজের ইচ্ছামতো পয়েন্টারের রং সেট করতে পারতেন। কিন্তু এক্ষেত্রে তা থাকছে না।

  • 5/6

নতুন গেমটি সম্পূর্ণ ভারতীয় প্লেয়ারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাই জল্পনা চলছে গেমে হয়তো নতুন কোনও ম্যাপও দেখা যেতে পারে। 

  • 6/6

গেমের প্রাইভেসি পলিসিতেও অনেক বদল আসতে চলেছে। পাবজি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে প্রাইভেসি পলিসি সুরক্ষিত রাখার জন্য তারা অনেক পদক্ষেপ নিয়েছে।
 

Advertisement
Advertisement