PUBG Mobile প্রেমীদের জন্য সুখবর। ভারতের ফের ফিরতে পারে জনপ্রিয় এই মোবাইল গেমটি। এমনটাই জানা যাচ্ছে। গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার গেমটি নিষিদ্ধ ঘোষণা করে। পরে নতুন ভাবে পাবজি মোবাইল ইন্ডিয়া নিয়ে এলেও এখনও তাতে সবুজ সংকেত মেলেনি কেন্দ্রের। শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই গেমটিতে ফের অনুমতি দিয়েছে।
জনপ্রিয় পাবজি প্লেয়ার Abhijeet Andhare দাবি করেছেন পাবজি অতি শীঘ্র লঞ্চ হতে চলেছে। আগামী ২ মাসের মধ্যেই তা ঘোষণা হতে পারে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অনুমতি দিয়ে দিয়েছে। বেশ কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেলও এই দাবি করেছে।
তবে দাবি করলেও, এখনও সরকারের তরফে ও কিংবা পাবজি সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। ফলে এই দাবি সত্যতা ঘিরেও ধন্ধ রয়েছে।
ইতিমধ্যে ভারতের ক্ষেত্রে চিনা কোম্পানি Tencent এর সঙ্গে গাটছাড়া ভেঙে দিয়ে পাবজি। ভারতের ক্ষেত্রে ভারতীয় কোম্পানির হাতেই গেমটির সম্প্রচার ও প্রকাশনার দায়িত্ব থাকবে বলে জানিয়েছে।
লাদাখের উত্তপ্ত সংঘাতের আবহে পাবজি, টিকটক-সহ একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। পরে নতুন ভাবে গেমটি নিয়ে এলেও সেটি অনুমতি পায়নি।
তবে যারা দাবি করছেন, গেমটি আবার ফিরতে চলেছে তারা এখনও তারিখ বলতে পারেননি। দু মাস অপেক্ষা করতে বলেছেন তারা।