Advertisement

টেক

Jio Frames AI Smart Glasses: Jio আনল আশ্চর্য চশমা! ফোন, গান শোনা, ক্যামেরা, ভিডিও শ্যুট, গল্প করা সব এক চশমাতেই, দাম কেমন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Aug 2025,
  • Updated 4:40 PM IST
  • 1/8

Reliance AGM: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর বার্ষিক সাধারণ সভায় এবারও একাধিক চমক। প্রতিবছরই সংস্থার AGM-এ এমন কিছু লঞ্চ করা হয়, যা রীতিমতো বাজারে শোরগোল ফেলে দেয়। এবারও তার অন্যথা হল না। যার নির্যাস, AI পরিচালিত স্মার্ট চশমা লঞ্চ করল মুকেশ আম্বানির সংস্থা। 
 

  • 2/8

রিলায়েন্স তাদের বার্ষিক সভায় লঞ্চ করল নতুন প্রজন্মের AI Powered Smart Glasses – Jio Frames। সংস্থার দাবি, এগুলি সরাসরি টক্কর দেবে Meta Ray Ban স্মার্ট গ্লাসেসকে। স্মার্ট ওয়্যারেবলসের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, আর সেই বাজারেই জিওর এই নতুন পদক্ষেপ।

  • 3/8

Jio Frames-এ রয়েছে ইনবিল্ট ওপেন-ইয়ার স্পিকার। এর মাধ্যমে সরাসরি চশমা থেকেই ফোন রিসিভ করা, কল করা বা গান শোনা যাবে। অর্থাত্‍ চশমা পরলেই জীবন সহজ। আপনি চশমা দিয়েই ফোনে কথা বলতে পারবেন অনায়াসে। 
 

  • 4/8

চশমায় দেওয়া আছে AI সাপোর্ট। ইউজার যে কোনও প্রশ্ন করলে চশমা উত্তর দেবে। যেমন, রান্নাঘরে দাঁড়িয়ে রেসিপি চাইলে এটি স্টেপ-বাই-স্টেপ গাইড করে দেবে। এমনকী গান শুনতেও পারবেন চশমাতেই।
 

  • 5/8

Jio Frames-এর HD ফটো ক্যাপচার ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। তোলা ছবি বা ভিডিও সরাসরি মোবাইল অ্যাপে সেভ হয়ে যাবে। Jio Voice AI নামের বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, যা শুধু প্রশ্নের উত্তরই নয়, নানা কমান্ডও এক্সিকিউট করতে পারবে।

  • 6/8

একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট থাকছে। ফলে আপনার ভাষা যা-ই হোক, আঞ্চলিক ভাষাতেই আপনি ব্যবহার করতে পারবেন এই চশমা। ফলে এটি ব্যবহার করে লাইভ ট্রান্সলেশনও করা যাবে। কোনও সাইনবোর্ড, মেনু বা প্রোডাক্টে তাকালেই অনুবাদ পাওয়া সম্ভব। এর মধ্যে বিল্ট-ইন ক্যামেরাও থাকছে, যা দিয়ে ছবি তোলা ও ভিডিও শ্যুট করা যাবে।

  • 7/8

বর্তমানে ভারতে Meta Ray-Ban স্মার্ট গ্লাসেসের দাম প্রায় ৩৫ হাজার টাকা থেকে শুরু। তবে জিও জানিয়েছে, তারা চেষ্টা করবে তাদের স্মার্ট চশমা অনেকটা সাশ্রয়ী দামে বাজারে আনতে।
 

  • 8/8

কলিং, মিউজিক শোনা, ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, AI-সহায়ক ভয়েস গাইড আর লাইভ ট্রান্সলেশন, সব মিলিয়ে Jio Frames হতে পারে সাধারণ ব্যবহারকারীর জন্য এক ‘অল-ইন-ওয়ান’ স্মার্ট ওয়্যারেবল গ্যাজেট।

Advertisement
Advertisement