Advertisement

টেক

iPhone 17 Price in India: অ্যাপল iPhone 17 Pro, Pro Max, ভারতে দাম কত? কবে থেকে প্রি বুকিং শুরু? সব তথ্য

Aajtak Bangla
Aajtak Bangla
  • ক্যালিফোর্নিয়া,
  • 10 Sep 2025,
  • Updated 10:07 AM IST
  • 1/10

অপেক্ষার অবসান। Apple লঞ্চ করল iPhone এর নয়া সিরিজ iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max। ভারতে এই সিরিজের দাম কত হবে, তাও বিস্তারিত জানিয়ে দিয়েছে সংস্থা। 
 

  • 2/10

iPhone 17 হল এই সিরিজের বেস মডেল। এতে A19 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি এমন একটি অত্যাধুনিক প্রসেসর, যা ব্যাটারি ব্যাকআপ কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এটিই অ্যাপল-এর এখনও পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল বেস মডেল।

  • 3/10

সংস্থা জানিয়েছে, iPhone 17 এর স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর নির্ভর করছে দাম। ভারতে 256GB বেস ভ্যারিয়েন্ট। এর দাম করা হয়েছে ৮২ হাজার ৯০০ টাকা। ৫১২ জিবির দাম রাখা হয়েছে ১ লক্ষ ২ হাজার ৯০০ টাকা। 
 

  • 4/10

iPhone 17 হ্যান্ডসেট ৫টি রঙের পাওয়া যাবে। কালো, সাদা, নীল, পার্পল ও সাগা। ১২ সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার বুকিং শুরু হয়ে যাচ্ছে। প্রথম সেল বা বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। 
 

  • 5/10

iPhone Air সবচেয়ে স্লিম হ্যান্ডসেট। এই মডেলের তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়। ভারতে এই ফোনের প্রি-বুকিং শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে এবং প্রথম সেল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,১৯,৯০০ টাকা, যেখানে ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ৫১২GB ভ্যারিয়েন্টের দাম ১,৩৯,৯০০ টাকা এবং ১TB ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯০০ টাকা।

  • 6/10

iPhone 17 Pro-এর ভারতে বেস ভ্যারিয়েন্টের দাম ১,৩৪,৯০০ টাকা (২৫৬GB স্টোরেজ)। ৫১২GB ভ্যারিয়েন্টের দাম ১,৫৪,৯০০ টাকা এবং ১TB ভ্যারিয়েন্টের দাম ১,৭৪,৯০০ টাকা।
 

  • 7/10

iPhone 17 Pro Max-এর বেস ভ্যারিয়েন্ট (২৫৬GB) ভারতে পাওয়া যাবে ১,৪৯,৯০০ টাকায়। এর ৫১২GB ভ্যারিয়েন্টের দাম ১,৬৯,৯০০ টাকা, ১TB ভ্যারিয়েন্টের দাম ১,৮৯,৯০০ টাকা এবং টপ-এন্ড ২TB ভ্যারিয়েন্টের দাম ২,২৯,৯০০ টাকা।
 

  • 8/10

Apple Watch Ultra 3-এর ভারতীয় দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে, AirPods Pro 3-এর দাম রাখা হয়েছে ২৫,৯০০ টাকা।
 

  • 9/10

Apple Watch SE 3 দুটি কালার ভ্যারিয়েন্টে এসেছে এবং পাওয়া যাবে ৪০mm ও ৪৪mm—এই দুই সাইজে। ৪০mm GPS ভ্যারিয়েন্টের দাম ২৫,৯০০ টাকা এবং GPS + Cellular ভ্যারিয়েন্টের দাম ৩০,৯০০ টাকা। ৪৪mm GPS ভ্যারিয়েন্টের দাম ২৮,৯০০ টাকা এবং GPS + Cellular ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯০০ টাকা।

  • 10/10

১২০Hz প্রোমোশন হওয়ার কারণে স্ক্রিনে অ্যানিমেশন এবং স্ক্রোলিং অনেক সহজ এবং স্মুদ হবে। লক স্ক্রিনে এই রিফ্রেশ রেট 1Hz পর্যন্ত কম হয় যায়, যার কারণে ব্যাটারি কম খরচ হবে। আইফোন ১৭ এয়ার কে বাজারে প্রতিযোগিতা দেবে নতুন Samsung Galaxy S25 Edge স্মার্টফোন।

Advertisement
Advertisement