Advertisement

টেক

Jio Prepaid Cheap plan: প্রিপেড প্ল্যান আরও সস্তা করল Jio, রোজ ২ জিবি ডেটা ছাড়াও এই সুবিধাগুলি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Sep 2022,
  • Updated 2:35 PM IST
  • 1/6

রিলায়েন্স জিও (Jio Prepaid) দেশে সবচেয়ে বড় টেলিকম কোম্পানি (Country's Largest Telecom Company)। এটি কাস্টমারদের বিভিন্ন রকমের প্ল্যান অফার করে। সম্প্রতি রিলায়েন্স জিও ৭৫০ টাকাওয়ালা প্ল্যান (Jio Prepaid Cheap plan) লঞ্চ করেছে। এখন এর মধ্যে কোম্পানি একটু বদল এনেছে।

  • 2/6

রিলায়েন্স জিও ৭৫০ টাকাওয়ালা প্রিপেড প্ল্যান ৭৪৯ টাকা করে দিয়েছে। দাম ছাড়াও এর বেনিফিটে কিছু বদল করা হয়েছে। এখানে এর পুরো ডিটেইলস দিয়ে দেওয়া হচ্ছে।

  • 3/6

রিলায়েন্স জিও ৭৪৯ টাকা ওয়ালা প্রিপেড প্ল্যান

রিলায়েন্স জিও ৭৪৯ টাকা প্রিপেইড প্ল্যানের সঙ্গে ডেইলি ২ জিবি ডাটা দিচ্ছে। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি ১০০ এসএমএস-ও দেওয়া হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন-এর।

  • 4/6

এই বেনিফিটের সঙ্গে রিলায়েন্স জিও-র ৭৫০ টাকাওয়ালা প্রিপেড প্ল্যান আছে। কিন্তু এই প্ল্যান এর সঙ্গে ইউজাররা ১০০ এমবি ডেটা পান। অর্থাৎ এক টাকায় ইউজার্সরা একটু বেশি ডাটা পাবেন।

 

  • 5/6

এই নিয়ে সবচেয়ে আগে টেলিকম টর্ক রিপোর্ট দিয়েছে। রিপোর্টে জানানো হয়েছে যে এই প্ল্যান বেশিরভাগ ইউজাররা নিতে পারে। কারণ এটি ৯০ দিনের ভ্যালিটির সঙ্গে পাওয়া যায় এবং ৯০ দিন ভ্যালিটির সঙ্গে ১.৫ জিবি ডেলি ডেটাওয়ালা আর কোনও প্ল্যান নেই।

 

  • 6/6

হঠাৎ যদি ইউজার্সরা ৯০ দিনের প্ল্যান চান, তাহলে তাঁরা ২ জিবি ডেলি ডাটাওয়ালা প্ল্যান নিতে পারবেন। ৭৪৯ টাকাওয়ালা এই প্রিপেইড প্ল্যানের সঙ্গে আপনাকে ডেইলি ৮ টাকা ৩২ পয়সা খরচ করতে হবে। এতে ইউজারসরা টোটাল ১৮০ জিবি ডেটা পাবেন। ৮৪ দিন ভ্যালিডিটির সঙ্গে কোম্পানি ৭১৯ টাকাওয়ালা প্ল্যান নিয়ে এসেছে। কিন্তু এই প্ল্যান তার চেয়ে ভাল।

Advertisement
Advertisement