Advertisement

টেক

Revamp Moto Buddie 25: মাত্র ৩০ সেকেন্ডে Customize করা যায়, কামাল করছে এই মোটরবাইক

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Mar 2023,
  • Updated 5:59 PM IST
  • 1/7


এই ইলেকট্রিক স্কুটারের বিশেষত্ব হলো যে এটি ব্যবহার প্রাইভেট এবং কমার্শিয়াল দুটো ভাবেই করা যায় অর্থাৎ আপনি যদি এটি বিটু বি বিজনেস বা লাস্ট মাইল ডেলিভারির জন্য প্রয়োগ করতে চান তাহলে খুব সহজেই এটি করতে পারবেন। খুব সহজেই ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারির জন্য এই বাইকের পিছনে খুব সুন্দর একটি বক্সের জায়গা রয়েছে, যা আপনি কমার্শিয়াল ভাবেও ব্যবহার করতে পারেন।

  • 2/7

Revamp Moto-এর কো ফাউন্ডার প্রীতেশ মহাজন আমাদের ইলেকট্রিক স্কুটারের বিষয়ে জানিয়েছেন যে তাঁরা ২০২০ সালের ইলেকট্রিক টু হুইলার সেগমেন্ট বাজারে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন। লক্ষ্য ছিল যে এ ইলেকট্রিক বাহনকে গ্রাহকদের কাছে পৌঁছানো পর্যন্ত কাস্টমাইজ করার সুবিধা দেবেন। এই সময় বাজারে যে সমস্ত ইলেকট্রিক বাহন উপস্থিত ছিল সবগুলি কোম্পানিই ঠিক করতো যে কীভাবে তার লুক এবং ডিজাইন বা ব্যবহার হবে। কিন্তু তাঁরা ঠিক করেন যে, গ্রাহকদের এমন ভেহিকেল দেবেন যা নিজেদের প্রয়োজন অনুসারে তারা কাস্টমাইজ করতে পারেন।

  • 3/7

৩০ সেকেন্ডে স্কুটার হবে কাস্টমাইজ

প্রীতেশ বলেন যে, Revamp Moto ইন্ডিয়ার প্রথম ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ড যা গ্রাহকদের ভেহিকেল কাস্টমাইজেশনের সুবিধা দেয়। এই সময় আমরা নিজেদের স্কুটার RM Buddie 25 মডেলটি বিক্রি করছি। এ জন্য আমরা মডিউল ইউটিলিটি প্ল্যাটফর্ম শুরু করেছি। এই কাস্টমাইজ প্রোগ্রাম অনুযায়ী গ্রাহক সিট, কেরিয়ার, এ সমস্ত মডিফিকেশন করতে পারেন। গ্রাহকদের ডিমান্ড অনুসারে মাত্র ৩০ সেকেন্ডে ভেহিকেল কাস্টমাইজ করা যায়। অর্থাৎ আপনি সিঙ্গেল সিটার স্কুটারকে টু সিটারে কনভার্ট করতে পারেন। এছাড়া আমরা খুব দ্রুত বাজারে নিজেদের আনতে নতুন স্কুটার আনতে চলেছি। যা ব্যাটারি প্যাকের সঙ্গে আসবে। এই স্কুটারের ব্যাটারি কাস্টমার করার বিকল্প দেওয়া হয়েছে।

  • 4/7

তেমনই RM Buddie 25 ইলেকট্রিক স্কুটারের কথা বলতে গেলে এটি পারম্পরিক ইলেকট্রিক স্কুটার থেকে অনেকটাই আলাদা। এর মধ্যে স্ট্যান্ডার্ড সিঙ্গেল সিট দেওয়া হয়েছে এই স্কুটারের লুক অত্যন্ত আকর্ষণীয় এবং এর ওজন ও ৬৫ কেজি মাত্র। এর ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনের ডুয়েল সাসপেন্স দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে ওজনে হালকা হওয়ার কারণে স্কুটার ভাল ড্রাইভিং রেঞ্জের সঙ্গে কমফোর্ট ড্রাইভ দিতে পারে। স্কুটারের পে লোড ক্যাপাসিটি ১২০ কেজি।

  • 5/7

এতে কোম্পানি ২৫০ ডব্লিউ এর ক্ষমতা সম্পন্ন বিএলডিসি ইলেকট্রিক মোটর ব্যবহার করে এবং এর টপ স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এলইডি হেডল্যাম্প, রোডসাইড অ্যাসিস্ট্যান্ট, ইউএসবি চার্জার, স্মার্ট ফোন কানেক্টিভিটি, এসবের মত দুর্দান্ত ফিচার স্কুটারে রয়েছে। ড্যাশবোর্ড রাইডার, জিও ফেনসিং, স্মার্ট চার্জ এসিস্টেন্স এর মত সুবিধা রয়েছে।

  • 6/7

প্রীতেশ মহাজন জানিয়েছেন যে, ইলেকট্রিক স্কুটারের রানিং কস্ট অত্যন্ত কম। এটি ব্যাটারি ফুল চার্জ হতে ৮ থেকে ১০ টাকা খরচ হয়। এই হিসেবে রানিং কস্ট আইসি ইঞ্জিনওয়ালা রেগুলার ফিউল স্কুটারে তুলনায় অনেকটাই কম। এ ছাড়া কোম্পানি আফটার সেলস সার্ভিসের জন্য সার্ভিসিং শুরু করতে চলেছে।

 

  • 7/7

আপনি এই ইলেকট্রিক স্কুটারকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে নতুন ৯৯৯ টাকায় বুক করতে পারবেন। আর এম বাডি 25 এর দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা ঠিক করা হয়েছে। যদিও এই সময়ে কোম্পানি প্রথম দিকে ৩০০০ টাকা ডিসকাউন্ট অফার রেখেছে। যার পরে এর দাম ৬৬ হাজার ৯৯৯ টাকা হয়ে যাবে। বুকিং এর পর ফুল পেমেন্ট করলে বুকিং অ্যামাউন্ট মাইনাস করে দেওয়া হবে।

Advertisement
Advertisement