ভারতের বাজারে নতুন বাইক আনল রয়্যাল এনফিল্ড। নতুন বাইকের নাম Royal Enfield Hunter 350। এটাই নাকি এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক! হান্টার ৩৫০-র মডেল খানিকটা মিটিওর ৩৫০-র মতো। এনফিল্ডের জে সিরিজের আওতায় আনা হয়েছে এই বাইক।
সাধারণত এনফিল্ডের বাইক যেমন হয় তেমন বিরাট আকার দেওয়া হয়নি হান্টারকে। কমপ্যাক্ট মডেল দিয়েছে এনফিল্ড।
Royal Enfield Hunter 350: Design
নতুন রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-র ডিজাইন স্পোর্টিং। বুলেট এবং ক্লাসিকের মতো ৩৫০ সিসির ইঞ্জিন রয়েছে।
গোলাকার হেডল্যাম্প, ইন্ডিকেটর এবং সিঙ্গেল-পিস সিট রয়েছে বাইকে। তাই এনফিল্ডের চিরাচরিত 'ভিনটেজ' ছোঁয়া থাকছে।
Royal Enfield Hunter 350: Design
রয়্যাল এনফিল্ড হান্টার দৈর্ঘ্যে ২০৫৫ মিলিমিটার, ৮০০ মিলিমিটার চওড়া এবং উচ্চতা ১০৫৫ মিলিমিটার। মিটিওর ৩৫০-র মতো দেখতে হলেও ছোট বাইক হান্টার। ফুয়েল ট্যাঙ্কও ছোট ১৫ লিটারের পরিবর্তে ১২ লিটার থাকতে পারে।
Royal Enfield Hunter 350: Engine
Royal Enfield Hunter 350-তে মৌলিক ফিচারগুলি অক্ষুণ্ণ রেখেছে বাইক নির্মাতা সংস্থা। এতে রয়েছে ৩৪৯.৩৪ সিসির ইঞ্জিন। ২০০বিএইচপি মেকস পাওয়ারের ২৭ এনএম পিক টর্ক।
Royal Enfield Hunter 350: Engine
একটি সিলিন্ডার, দু'টি ভালভ, SOHC, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন দ্বারা চালিত। যা গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। ৬,১০০ rpm-এ ২০.২bhp এবং ৪০০০ pm-এ সর্বাধিক ২৭Nm টর্ক উৎপন্ন করে৷
Royal Enfield Hunter 350: Variants and Price
এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক হান্টার ৩৫০। বাইকের দামও অনেকটা কম রাখা হয়েছে। এটাই এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক। বর্তমানে এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক Royal Enfiled Hunter 350।
Royal Enfield Hunter 350: Variants and Price
Bullet 350-র দাম ১.৪৭ লক্ষ টাকা। এবার তার জায়গা নিতে চলেছে হান্টার ৩৫০। দাম ১ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে থাকতে পারে।
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মেট্রো এবং রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মেট্রো এবং রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ রেট্রো।