Advertisement

টেক

Royal Enfield Hunter 350: চলে এল এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক, ১০ ছবিতে রইল দাম ও খুঁটিনাটি

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Aug 2022,
  • Updated 11:15 AM IST
  • 1/10

ভারতের বাজারে নতুন বাইক আনল রয়্যাল এনফিল্ড। নতুন বাইকের নাম Royal Enfield Hunter 350। এটাই নাকি এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক! হান্টার ৩৫০-র মডেল খানিকটা মিটিওর ৩৫০-র মতো। এনফিল্ডের জে সিরিজের আওতায় আনা হয়েছে এই বাইক।

  • 2/10

সাধারণত এনফিল্ডের বাইক যেমন হয় তেমন বিরাট আকার দেওয়া হয়নি হান্টারকে। কমপ্যাক্ট মডেল দিয়েছে এনফিল্ড। 

  • 3/10

Royal Enfield Hunter 350: Design

নতুন রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-র ডিজাইন স্পোর্টিং। বুলেট এবং ক্লাসিকের মতো ৩৫০ সিসির ইঞ্জিন রয়েছে।

  • 4/10

গোলাকার হেডল্যাম্প, ইন্ডিকেটর এবং সিঙ্গেল-পিস সিট রয়েছে বাইকে। তাই এনফিল্ডের চিরাচরিত 'ভিনটেজ' ছোঁয়া থাকছে।

  • 5/10

Royal Enfield Hunter 350: Design

রয়্যাল এনফিল্ড হান্টার দৈর্ঘ্যে ২০৫৫ মিলিমিটার, ৮০০ মিলিমিটার চওড়া এবং উচ্চতা ১০৫৫ মিলিমিটার। মিটিওর ৩৫০-র মতো দেখতে হলেও ছোট বাইক হান্টার। ফুয়েল ট্যাঙ্কও ছোট ১৫ লিটারের পরিবর্তে ১২ লিটার থাকতে পারে।    

 

  • 6/10

Royal Enfield Hunter 350: Engine

Royal Enfield Hunter 350-তে মৌলিক ফিচারগুলি অক্ষুণ্ণ রেখেছে বাইক নির্মাতা সংস্থা। এতে রয়েছে ৩৪৯.৩৪ সিসির ইঞ্জিন। ২০০বিএইচপি মেকস পাওয়ারের ২৭ এনএম পিক টর্ক।

  • 7/10

Royal Enfield Hunter 350: Engine

একটি সিলিন্ডার, দু'টি ভালভ, SOHC, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন দ্বারা চালিত। যা গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। ৬,১০০ rpm-এ ২০.২bhp এবং ৪০০০ pm-এ সর্বাধিক ২৭Nm টর্ক উৎপন্ন করে৷

  • 8/10

Royal Enfield Hunter 350: Variants and Price

এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক হান্টার ৩৫০। বাইকের দামও অনেকটা কম রাখা হয়েছে। এটাই এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক। বর্তমানে এনফিল্ডের সবচেয়ে সস্তার বাইক Royal Enfiled Hunter 350।

  • 9/10

Royal Enfield Hunter 350: Variants and Price

Bullet 350-র দাম ১.৪৭ লক্ষ টাকা। এবার তার জায়গা নিতে চলেছে হান্টার ৩৫০। দাম ১ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে থাকতে পারে।   

  • 10/10

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মেট্রো এবং রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মেট্রো এবং রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ রেট্রো। 

Advertisement
Advertisement