Advertisement

টেক

Samsung Smartphone: ১০ হাজারের নয়া স্যামসাং ফোনে HD+ ডিসপ্লে, ৫০০০ mAh ব্যাটারি!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2022,
  • Updated 5:41 PM IST
  • 1/6

ভারতের বাজারে এসে গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এএ০৩ (Samsung Galaxy A03)। এটি ভিয়েতনামে প্রথম লঞ্চ করা হয়েছিল। এই ফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা এবং ওয়াটার ড্রপ ডিসপ্লে।      

  • 2/6

ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এএ০৩ (Samsung Galaxy A03) ফোনের দাম ১০,৪৪৯ টাকা। এই দামে ৩জিবি RAM আর ৩২ জিবি স্টোরেজ মিলছে। আর একটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ৪জিবি RAM আর ৬৪জিবি স্টোরেজের। ফোনের দাম ১১,৯৯৯ টাকা। 

  • 3/6

Samsung Galaxy A03 কালো, নীল ও লাল রঙে পাওয়া যাচ্ছে।  Samsung.com, রিটেল দোকান অথবা ই-কমার্স সাইটগুলিতে আগামী সপ্তাহ থেকে ফোনটি উপলব্ধ হবে। 

  • 4/6

ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড ১১-এ ফোনটি চলে  One UI Core 3.1-তে। ফোনে ৬.৫ ইঞ্চির HD+ Infinity-V TFT ডিসপ্লে রয়েছে। এতে অক্টা-কোর  Unisoc T606 প্রসেসর পাচ্ছেন ব্যবহারকারীরা। 

  • 5/6

Samsung Galaxy A03 ফোনে রিয়ার ডুয়েল ক্যামেরা রয়েছে। প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। সেই সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। রয়েছে এলইডি ফ্ল্যাশও। 
 

  • 6/6

ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৬৪ জিবি পর্যন্ত রয়েছে অভ্যন্তরীণ মেমারি। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ১ টিবি পর্যন্ত তা বাড়ানো যায়। Dolby Atmos-ও আছে ফোনে। আর পেয়ে যাচ্ছেন  5,000mAh ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ চার্জও থাকবে। 

Advertisement
Advertisement