Advertisement

টেক

Tata-Maruti-Mahindra Bags The Top spot: ছড়ি ঘোরাচ্ছে দেশি SUV, সেরা ৫-এ একটি মাত্র বিদেশী গাড়ি, শীর্ষে কে?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jan 2023,
  • Updated 6:18 PM IST
  • 1/6

স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (SUV)-এর ক্রেজ বাজারে লাগাতার বাড়ছে। এই পরিস্থিতিতে গাড়ি নির্মাতা কোম্পানিগুলি এই সেগমেন্টে লাগাতার জোর দিচ্ছে এবং নতুন নতুন মডেল বাজারে আনছে। এরই মধ্যে ডিসেম্বর ২০২২-এ সবচেয়ে বেশি বিক্রি গাড়ির লিস্টে সামনে এসেছে। কোন গাড়িটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, কোনগুলি সেরা ৫ গাড়ির তালিকায় রয়েছে, আমরা দেখে নেব বিক্রি নিরিখে।

  • 2/6

টাটা নেক্সন (Tata Nexon) ডিসেম্বর ২০২২-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া এসইউভি গাড়ি ছিল। এটি  ১২,০৫৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। আগের বছরের তুলনায় এটি ৭ শতাংশ বিক্রি কমেছে। ২০২২-এ ক্যালেন্ডার ইয়ারেও এটি নম্বর ওয়ান সেলিং কার ছিল। গত বছর এই সময় পর্যন্ত গাড়ির বিক্রি হয়েছিল ১২,৮৯৯ ইউনিট।

  • 3/6

মারুতি সুজুকি ব্রিজা (Maruti Suzuki Breeza) ডিসেম্বর ২০২২ বিক্রি হওয়ার নিরিখে দ্বিতীয় নম্বরে রয়েছে মারুতি সুজুকি ব্রিজা। ডিসেম্বর ২০২২-এ এই গাড়ি ১১,২০০ ইউনিট বিক্রি হয়েছে। সেখানে ২০২১ এ এই গাড়িটির ৯,৫৩১ মিনিট বিক্রি হয়েছিল।

  • 4/6

টাটা পাঞ্চ (Tata Punch) মাইক্রো এসইউভি গাড়ির লিস্টে এক নম্বর হলেও এই তালিকায় তিন নম্বর রয়েছে। ডিসেম্বর মাসের ১০,৫৮৬ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। গত বছর এই সময় পর্যন্ত এই গাড়িটি ৮,০০৮ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল।

  • 5/6

হুন্ডাই ক্রেটা (Hyundai Creta) ডিসেম্বর ২০২১ এ ৭,৬০৯ ইউনিট বিক্রির সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে। এই গাড়িটি মোট ১০,২০৫ ইউনিট বিক্রি হয়েছে।

  • 6/6

তালিকায় ৫ নম্বরে রয়েছে মাহিন্দ্রা স্করপিও এন (Mahindra Scorpio-N) গত বছর ৭০০০ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। যেখানে ডিসেম্বর ২০২১-এ এটি ১৭৫৭ ইউনিট বিক্রি হয়েছিল। সেই এই হিসেবে এই গাড়িটি প্রায় ৩০০ শতাংশ বিক্রি বাড়িয়েছে।

Advertisement
Advertisement