Advertisement

টেক

ভোগান্তির এক শেষ! ভারত-সহ একাধিক দেশে হঠাৎ অচল Telegram

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jan 2022,
  • Updated 10:06 PM IST
  • 1/6

কাজ করছে না 'ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ' টেলিগ্রাম (Telegram)। অ্যাপটি ব্যবহার করতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। টুইটার ভরে গিয়েছে বিবিধ অভিযোগে। ভারতেও বহু ব্যবহারকারীর টেলিগ্রাম ব্য়বহারে সমস্যা হচ্ছে। 

  • 2/6

টেলিগ্রাম খুললেই দেখা যাচ্ছে 'আপডেটিং' লেখা। সমস্যা যে হচ্ছে তা নিশ্চিত করেছে অ্যাপ সংক্রান্ত সাইট Downdetector। তারা টুইট করে জানিয়েছে, ভারতীয় সময় ৮টা ১৯ মিনিট থেকে সমস্যা হচ্ছে। রিপোর্ট করছেন ব্যবহারকারীরা। 

  • 3/6

টেলিগ্রাম ডাউন হওয়ার পর টুইটারে নানা মিম শেয়ার করেছেন ব্য়বহারকারীরা। শুধু ভারতেই নয় বহু দেশে কাজ করছে না টেলিগ্রাম। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, টেলিগ্রাম সচল হয়েছে। যদিও অনেকের সমস্যা এখনও রয়ে গিয়েছে। 

  • 4/6

টেলিগ্রামের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে কতক্ষণে ঠিক হবে পরিষেবা তা স্পষ্ট বলা সম্ভব নয়। 

  • 5/6

গতবছর হোয়াটসঅ্যাপের বিতর্কিত ব্যক্ত পরিসরে হস্তক্ষেপের নীতির ফলে লাভবান হয়েছিল টেলিগ্রাম। বহু মানুষ টেলিগ্রাম ডাউনলোড করেছেন। 

  • 6/6

অতিসম্প্রতি বার্তা অনুবাদ করার সুবিধা দিতে শুরু করেছে টেলিগ্রাম। ফলে ব্যবহারকারীরা যে কোনও ভাষার বার্তা বুঝতে সক্ষম হচ্ছেন। মতের আদানপ্রদান করতে পারছেন ভিন ভাষাভাষীর মানুষও। এখনও পর্যন্ত কোনও তাৎক্ষণিক বার্তা পরিষেবা অ্যাপে এই পরিষেবা নেই।

Advertisement
Advertisement