কলকাতায় এবার শুরু হল Uber-এর ই রিক্সা সার্ভিস। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছে সংস্থা। কলকাতা, হাওড়া-সহ একাধিক এলাকায় প্রাথমিক পর্যায়ে এই পরিষেবা শুরু হবে। ছবি- রয়টার্স
হাওড়া, মধ্যমগ্রাম, বারাসত, রাজারহাট, সল্টলেক এই জায়গাগুলিতে প্রাথমিক ভাবে এই পরিষেবা শুরু হবে। এর নাম দেওয়া হয়েছে উবর টোটো। ছবি- উইকিমিডিয়া কমনস
UberGo, Uber Premium এবং Uber Rentals এর সঙ্গে এবার যুক্ত হচ্ছে UberToto সার্ভিস। গ্রাহকরা অ্যাপ থেকেই টোটো বুক করতে পারবেন। ছবি - আজ তক
ছোট দূরত্বে যাওয়া যাতায়াতকারীদের আপাতত পাখির চোখ করেছে সংস্থা। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে টোটোর চাহিদা রয়েছে বিপুল। ছবি- ইন্ডিয়া টুডে
প্রাথমিক ভাবে মোট ৫০০টি টোটো সংস্থা নামাতে পারে। ক্যাব ও অটো পরিষেবা ছাড়াও এই প্রথম কোনও সংস্থা টোটো পরিষেবা আনছে শহরে।
এখন বাড়ি বসেই টোটো বুক করা যাবে। ফলে অনেকটাই শহরবাসীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ছবি- ইন্ডিয়া টুডে
শুধু কলকাতা নয়, দিল্লিতেও ই রিক্সা সার্ভিস রয়েছে উবরের। ২৬টি মেট্রো স্টেশনে কমপক্ষে ১০০টি ই রিক্সা চলে সংস্থার। ছবি- রয়টার্স।