এ বছরই গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন? তাহলে আর একটু অপেক্ষা করুন। আর কয়েক মাসের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ৬টি দুর্দান্ত গাড়ি। এর মধ্যে মাহিন্দ্রার শক্তিশালী এসইউভি থেকে শুরু করে কিয়ার বৈদ্যুতিক গাড়ি। সেই সঙ্গে পুরনো জনপ্রিয় গাড়ির ফেসলিফট মডেলও আসছে।
Kia EV6
২ জুন লঞ্চ হতে চলেছে Kia India-র প্রথম বৈদ্যুতিক গাড়ি Kia EV6। এই গাড়ি একবার চার্জে ৫২৮ কিলোমিটার চলতে পারে। এতে ৭৭.৪kWh এর ব্যাটারি রয়েছে। রিয়ার-হুইল ড্রাইভে সর্বোচ্চ ২২৯ bhp শক্তি এবং ৩৫০ Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। ভারতে এই গাড়িটি সম্পূর্ণরূপে ইউনিট (CBU) হিসাবে আনছে কোম্পানি। তাই দাম হতে পারে ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার মধ্যে।
Volkswagen Virtus
জার্মান গাড়ি কোম্পানি ভক্সওয়াগেন পোর্টফোলিও বদল করছে। ৯ জুন নতুন সেডান Virtus লঞ্চ করতে চলেছে সংস্থা। এটি ১.০ লিটার এবং ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের বিকল্প রয়েছে। গাড়িটি দেখতেও দারুণ। বেশ বড় লাগে।
Mahindra Scorpio N
Mahindra লঞ্চ করছে Big Daddy of SUVs। চলতি বছরেই Mahindra Scorpio N আসতে চলেছে। ২৭ জুন এই গাড়ির লঞ্চ হওয়ার কথা। এসইউভিগুলির বিগ ড্যাডি বলে অভিহিত করেছে সংস্থা। এটি একটি ৪x৪ হুইল ড্রাইভ গাড়ি হবে। এর দাম ১২ লক্ষ টাকা থেকে শুরু হবে বলে মনে করা হচ্ছে।
Maruti Vitara Brezza-র ফেসলিফ্ট
চলতি বছরেই নিজের বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করেছে Maruti। এর মধ্যে রয়েছে সেলেরিও, ব্যালেনো এবং ওয়াগনআর। এবার ভিটারা ব্রেজার আনতে চলেছে সংস্থা। এর ফেসলিফ্ট সংস্করণে শুধুমাত্র বাহ্যিক এবং চেহারার ক্ষেত্রে পরিবর্তন হবে না, বরং একাধিক নতুন ফিচারও যুক্ত হতে চলেছে। এতে হেড-আপ ডিসপ্লে, ৬টি এয়ারব্যাগ, ক্রুজ কন্ট্রোল এবং বৈদ্যুতিক সানরুফের মতো অনেক ফিচার থাকতে পারে।
Hyundai Venue-র ফেসলিফ্ট
মারুতির ভিটারা ব্রেজার সঙ্গে প্রতিযোগিতা করতে নামছে হুন্ডাইও। হুন্ডাই ভেন্যু-রও ফেসলিফ্ট মডেল আসছে। চলতি বছর নিজের জনপ্রিয় সাব-কমপ্যাক্ট SUV Hyundai Venue-এর ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করবে হুন্ডাই। এতেও বাহ্যিক ও অভ্যন্তরীণ বদলের পাশাপাশি অনেক নতুন ফিচার থাকবে। অ্যাডভান্স এন লাইন সংস্করণের মতো এটিও লঞ্চ করতে পারে সংস্থা।
Citroen C3
ভারতীয় বাজারে Citroen C5 Aircross-এর জনপ্রিয়তার পর কোম্পানি চলতি বছর তাদের দ্বিতীয় গাড়ি C3 লঞ্চ করতে পারে। এটি জুনের মাঝামাঝি ভারতে লঞ্চ হওয়ার কথা।