Advertisement

টেক

এক চার্জে ছুটবে ১০০ কিমি, ইলেকট্রিক বাইক আনছে Techo Electra!

সুদীপ দে
  • 26 Nov 2020,
  • Updated 10:14 PM IST
  • 1/5

স্ট্রিট ফাইটার স্ট্যাইলের একটি ইলেকট্রিক বাইক বাজারে আনার পরিকল্পনা করছে পুনের স্টার্টআপ সংস্থা Techo Electra।

  • 2/5

ইতিমধ্যেই Techo Electra-এর Raptor, Neo, Emerge নামে ইলেকট্রিক স্কুটার এবং Saathi নামক মোপেড রয়েছে। এ বার এই তালিকায় যুক্ত হতে চলেছে স্ট্রিট ফাইটার স্ট্যাইলের ইলেকট্রিক বাইক।

  • 3/5

Techo Electra-এর ওই ইলেকট্রিক বাইকের ডিজাইনের সঙ্গে Revolt RV400 ইলেকট্রিক বাইকের অনেকটাই মিল রয়েছে বলে দাবি করা হয়েছে Financial Express-এর প্রকাশিত একটি রিপোর্টে।

  • 4/5

Financial Express-এর প্রকাশিত ওই রিপোর্টের দাবি, একবার চার্জ দিলে ১০০ কিমির বেশি ছুটবে এই বাইক। এই বাইকের সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই বাইকে দু’ধরনের অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে।

  • 5/5

Financial Express-এর প্রকাশিত ওই রিপোর্টের দাবি, ইলেকট্রিক বাইকটির এক্স-শোরুম দাম হতে পারে ১ লক্ষ ২০ হাজার টাকা। মনে করা হচ্ছে ২০২১-এর মধ্যেই এই বাইক ভারতের বাজারে চলে আসবে।

Advertisement
Advertisement