Advertisement

টেক

Airtel-এর পর বাড়ল Vodafone-Idea-র প্রিপেড প্ল্যানের খরচ, জানুন নয়া রেট

Aajtak Bangla
  • নয়াদিল্লি ,
  • 23 Nov 2021,
  • Updated 2:44 PM IST
  • 1/6

এয়ারটেলের পর এবার ভোডাফোন আইডিয়াও প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। নতুন দাম এয়ারটেলের মতোই। Vodafone-Idea-র নতুন রেট ২৫ নভেম্বর ২০২১ থেকে প্রযোজ্য হবে। Vi-এর বেসিক প্ল্যানকে ৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৯ টাকা করা হয়েছে।
 

  • 2/6

এই প্ল্যানের সুবিধাগুলি Airtel-এর মতোই। ব্যবহারকারীর থেকে গড় আয় (ARPU) বাড়ানোর জন্য টেলিকম সংস্থাগুলির এই পদক্ষেপ। ট্যারিফ বৃদ্ধির পর, Vi-এর SMS প্ল্যান ১৭৯ টাকা থেকে শুরু হবে। ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে, Vodafone Idea-এর প্ল্যানগুলি Airtel-এর প্ল্যানগুলির মতোই।
 

  • 3/6

প্ল্যানের দাম বাড়ানোর পরে, Vodafone Idea ব্যবহারকারীদের দৈনিক 1.5GB ডেটার জন্য ৭১৯ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। নির্বাচিত 4G ডেটা ভাউচারের দামও বাড়ানো হয়েছে।
 

  • 4/6

ভোডাফোন আইডিয়া বিনিয়োগকারীদের জন্য সুখবর। এর মাধ্যমে, কোম্পানি তার গ্রাহকদের চেয়ে বেশি উপার্জন করতে সক্ষম হবেন। তবে, যদি কোম্পানি তার গ্রাহকদের হারায়, তাহলে ARPU-এর সুবিধা পাওয়া যাবে না। 
 

  • 5/6

ব্যবহারকারীদের এখন কোম্পানির বেস প্ল্যানের জন্য ৯৯ টাকা খরচ করতে হবে। এতে ব্যবহারকারীদের টকটাইমের সঙ্গে 200MB ডেটা দেওয়া হয়। কোম্পানির একবছরের ২৩৯৯ টাকার প্ল্যানের জন্য এখন ২৮৯৯ টাকা খরচ করতে হবে।
 

  • 6/6

২৯৯ টাকার আনলিমিটেড প্ল্যানের জন্য ব্যবহারকারীদের এখন ৩৫৯ টাকা খরচ করতে হবে। কোম্পানি ডাটা ভাউচারও বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে, ২৫১ টাকার ডেটা প্ল্যান এখন গ্রাহকরা ২৯৮ টাকায় পাবেন। ২৫ নভেম্বর থেকে নতুন মূল্য প্রযোজ্য হবে।

Advertisement
Advertisement